মুন্সীগঞ্জে বন্ধ থাকা হিমাগারে আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরে বন্ধ থাকা চাঁন হিমাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (৮ মার্চ) রাতে সাড়ে ৯টার দিকে হিমাগারের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকলে স্থানীয়রা রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন।

বিজ্ঞাপন

ধলেশ্বরী তীর ঘেষা হওয়ার পর হিমাগারটিতে পানি দিয়েও আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশন থেকে আধুনিক যন্ত্রপাতিসহ আরেকটি টিম রাত সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে যুক্ত হয়। এরপর ধোঁয়া উপেক্ষা করে হিমাগারের ভেতরে প্রবেশের চেষ্টা চালান ফায়ার কর্মীরা।

জানা গেছে, তৃতীয় তলা বিশিষ্ট হিমাগারটির ভেতরের চেম্বারগুলো কাঠের ছির। সে কারণে ধোঁয়া বেশি হচ্ছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। হিমাগার ভবনের বিভিন্ন পয়েন্টে ভেঙে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। রাত ১টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেও জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে বন্ধ থাকা হিমাগারের ভেতরে লোহা কাটার সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বলা যাবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় শনিবার রাতে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশসনস) মোহাম্মদ ফিরোজ কবির ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।