ছিনতাই রোধে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করছে সিএমপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ঈদ বাজারে নিরাপত্তা জোরদারে পুলিশি তৎপরতার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। পুলিশের একার পক্ষে অপরাধ প্রতিরোধ করা কঠিন উল্লেখ করে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, কমিউনিটি পুলিশের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো হচ্ছে এবং প্রতিটি থানায় সিটিজেন ফোরামের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুরে নগরীর নিউমার্কেট, তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট ও টেরিবাজার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপি কমিশনার। তিনি বলেন, কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া পুলিশের একার পক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া প্রায় অসম্ভব। তাই আমি যোগদানের পর থেকেই সিটিজেন ফোরামকে কার্যকর করেছি। প্রতিটি থানায় কমিটি করা হয়েছে। আমরা স্বেচ্ছাসেবকদের নিয়ে ছিনতাই প্রবণ এলাকায় নজরদারি বাড়াচ্ছি।

বিজ্ঞাপন

সিএমপি কমিশনার জানান, ইতোমধ্যে নগরীতে ৫০-৬০ জন ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। আরও গ্রেফতার অভিযান চলমান আছে। আমরা চাই, যারা গ্রেফতার হচ্ছে তারা যেন ৬ মাস বা ১ বছরের আগে জামিনে বের হতে না পারে।

স্বেচ্ছাসেবক বাহিনীর কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ভলান্টিয়ার ফোর্স গঠনের মাধ্যমে পুলিশ বিভিন্ন অপরাধ প্রবণ এলাকা ও বাজারগুলোতে নজরদারি করবে। তাদের উদ্দেশ্য থাকবে ছিনতাই, চাঁদাবাজি, সড়কদূর্ঘটনা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা। স্বেচ্ছাসেবকদের কাছ থেকে পুলিশ তথ্য সংগ্রহ করবে, যারা সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

এদিকে, মার্কেটের শৃঙ্খলা বজায় রাখতে হকারদের নিয়ে পুলিশ বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। পুলিশ কমিশনার বলেন, হকারদের জন্য বিকল্প স্থান নির্ধারণের চেষ্টা চলছে। তবে তারা যেন বড় মার্কেটের প্রবেশপথ দখল না করে, সেটা নিশ্চিত করা হবে।

রমজানের শেষের দিকে জনসমাগম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় পুলিশি নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীও তৎপর থাকবে। পুলিশ কমিশনার বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, মানুষ যাতে নিশ্চিন্তে ঈদের কেনাকাটা করতে পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ সময় সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার শাকিলা সোলতানা ও কোতোয়ালি থানার ওসি আবদুল করিম উপস্থিত ছিলেন।