ধর্ষকদের ফাঁসির দাবিতে ফেনী পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

ধর্ষকদের সর্বনিম্ন শাস্তি ফাঁসি করার দাবি নিয়ে দেশে চলমান ধর্ষণ, নির্যাতনে ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

রোবাবার (৯ মার্চ) দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে এসব দাবি নিয়ে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাস প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা ‘চল যাই যুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে’, ‘তুমি কে, আমি কে? আছিয়া আছিয়া’, ‘আমার সোনার বাংলার ধর্ষকদেরর ঠাঁই নাই’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’ সহ নানা স্লোগান দিয়ে ধর্ষকের শাস্তির দাবি জানান।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ আরাফাত বলনে, আমার মা, আমার বোন কেউই নিরাপদ নয়। ছোট্ট শিশু আছিয়া, যে ধীরে ধীরে বেড়ে উঠছিল, আজ সে হিংস্র ধর্ষকদের থাবায় মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছে। আমরা চাই, বাংলাদেশে ধর্ষণের সর্বনিম্ন শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করা হোক।

বিজ্ঞাপন

ইফরাত জাহান নামে এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশে দিনদিন ধর্ষণের পরিমান বেড়ে যাচ্ছে। ধর্ষকদের কোনো শাস্তি হচ্ছে না। আমরা সবাই চাই ধর্ষকদের সর্বনিম্ন শাস্তি হবে ফাঁসি।

এ সময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।একই কর্মসূচিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে ফেনী ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইসিএসটি) শিক্ষার্থীরা।