তালা ভেঙে বাড়িতে ঢুকে ১ ঘণ্টা ধরে ডাকাতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর এলাকায় মহাসড়কের পাশে একটি বাড়ির ডাকাতির সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে গলায় অস্ত্র ঠেকিয়ে ২০ ভড়ি সোনার অলংকার, নগদ অর্থসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৯ মার্চ) ভোরে উপজেলার শ্রুতিধর এলাকায় এ ডাকাতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলা শ্রুতিধর এলাকার আব্দুল কাইয়ুমের রোববার ভোর রাতে ৫/৬ জনের একদল ডাকাত দরজার তালা ভেঙে ঘরে ঢুকে। পরিবারের লোকজনে কে অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের বাক্স, আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে ২০ ভড়ি সোনার অলংকার ও নগদ টাকাসহ ১৭ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ভোর ৪টা থেকে ৫টা পর্যন্ত ১ ঘণ্টা ধরে ডাকাতরা এ লুটপাট চালায়।

বাড়ির মালিক আব্দুল কাইয়ুম বলেন, ভোরের দিকে দুজন লোক ছুরি নিয়ে আমার গলা আটকে ধরে। এ সময় আমি কোনো কিছুই করতে পারিনি। আলমারি ড্রয়ার ভেঙ্গে স্বর্ণালংকার নগদ অর্থ ও জমির দলিল নিয়ে গেছে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এ-বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, খবর শুনে পুলিশ টিম তাদের বাড়ি পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দিলেই ডাকাতদের ধরার অভিযান চলবে।