২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঢাবিতে আত্মপ্রকাশ করল ধর্ষণবিরোধী মঞ্চ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ ঘটেছে ধর্ষণবিরোধী মঞ্চের। ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তারা। এরমধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনটি।

রোববার (৯ মার্চ) রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশ ঘোষণা করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।

বিজ্ঞাপন

ধর্ষণবিরোধী মঞ্চ তাৎক্ষণিকভাবে দুইটি দাবি জানায়,

১. ধর্ষণবিরোধী দ্রুত ট্রাইবুনাল গঠন।

বিজ্ঞাপন

২. ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদান।

এ সময় তারা রোববারের কর্মসূচি ঘোষণা করেন। এতে বলা হয়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করা হবে। মিছিল শেষে সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন উমামা ফাতেমা। তিনি বলেন, ধর্ষণের আসামীদের আদালতে হাজিরের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি ধর্ষকদের আদালতে তোলা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেব।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, সেনাবাহিনীর ম্যাজেস্ট্রেসি ক্ষমতা থাকার পরেও তারা দেশের পরিস্থিতি খারাপ হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অফিসে বসে বসে শুধু বেতন ভোগ করছেন। দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত বা আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ হয়েছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানাই।