অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে রেললাইন অবরোধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ লাইনে গফরগাঁওয়ের কাওরাইদ রেল স্টেশনে ট্রেন আটকে দেয় ছাত্র-জনতা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে প্রশাসনের আশ্বাসে রেললাইন থেকে সরে আসে তারা।

রোববার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহের গফরগাঁওয়ে কাওরাইদ রেল স্টেশনে গয়েশপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও এলাকাবাসী ট্রেন আটকে দেয়।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন গয়েশপুর কলেজের সামনের রেলক্রসিং এলাকায় আটকে দেয় শিক্ষার্থীরা। পরে এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে আসে।

শিক্ষার্থীরা জানায়, এইচএসসি পরীক্ষার চলতি ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি'র চেয়ে বেশি টাকা দাবি করেছে কলেজ কতৃপক্ষ। যার প্রতিবাদে রেললাইন অবরোধ করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে অধ্যক্ষ আজহারুল ইসলাম অতিরিক্ত ফি বাতিলের ঘোষণা দিলে শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যায়। পরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম আবদুল্লাহ আল মামুন বলেন, কলেজ কতৃপক্ষ ফরমপূরণ ফি'র সাথে কোচিং ফি ধরেছিল। যে কারণে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে। পরে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে কলেজ কতৃপক্ষ অতিরিক্ত টাকা না নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।