নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

অমিত কুমারের বাড়ি সাহাগোলা এলাকায় বলে জানা গেছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গ্রেফতার অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে।

বিজ্ঞাপন

সেই মামলার প্রেক্ষিতে আজ দুপুরে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।