আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

  • ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আটককৃতরা হল, সাম্মি (২০), মেহেদী(৩৩), মো: ওমর ফারুক (৩৫), মোঃ সোহাগ মিয়া (২৭) ও আমিনুল ইসলাম(১৯)। তাদের বাড়ি জেলা সদর ও আশুগঞ্জের চরচারতলা এলাকায়।

আশুগঞ্জ থানা পুলিশ জানায়, উপজেলার আশুগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়। এসময় কাল্লু মিয়া প্রকাশ কালু মিয়া (৩৩), মো: দিপু মিয়া প্র: অপু (২৬), জিসান(২৩) ও হৃদয়(২২) সহ আর ৬/৬ জন পালিয়ে যায়।

বিজ্ঞাপন

আটককৃতদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি ডেগার, একটি গ্রিল কাটার দুই হাতল বিশিষ্ট কার্টার, একটি কাঠের হাতল বিশিষ্ট চাপাতি, একটি কাঠের হাতল বিশিষ্ট হাসুয়া উদ্ধার করে জব্দ করা হয়।


আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো বিল্লাল হোসেন বলেন, আটককৃত ও পলাতকদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানাসহ আরো কয়েকটি থানায় মামলা রয়েছে।

তিনি আরো বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।