দুই হত্যা মামলার আসামী আ.লীগ নেতা আজিজুল গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় আব্দুল হাকিম পিন্টু হত্যাসহ দুটি হত্যা মামলার আসামী, শীর্ষ মাদক ব্যবসায়ী ও আ.লীগ নেতা আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। পিন্টু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আজিজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী টিকলিচর গ্রামের মো. জিল্লার রহমান গাজুর ছেলে। গ্রেফতারকৃত আজিজুল চরবাগডাঙ্গার আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামী। এছাড়াও আজিজুল ইসলাম আরও একটি হত্যা মামলা, ২ বছর আগে সন্ত্রাসী চক্রের হাতে খুন হওয়া জিয়া হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। সোমবার (৩ মার্চ) সকালে রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এনিয়ে আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার তিনজন আসামীকে আটক করেছে পুলিশ। এর আগে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আশরাফ আলী মাস্টার এবং আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের ঘনিষ্ঠ সহোচর আ.লীগ নেতা আজিজুল ইসলামের বিরুদ্ধে রয়েছে একাধিক হত্যা ও মাদক মামলা। কিন্তু সম্প্রতি চরবাগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সম্মেলন হলে সেখানে তাকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে জেলা বিএনপি। পরে সমালোচনার মুখে পড়ে তা স্থগিত করা হয়।

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে খুনের ঘটনার সাথে জড়িত আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলার অন্যতম আসামী আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রিমান্ডের আবেদন করে আজিজুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি নিহত পিন্টুর বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ২০ জন আসামীর নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১২ই জানুয়ারি সন্ধ্যায় আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ২৩ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।