ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা শাহজাহান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

‘দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে’— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

সোমবার (৩ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের ৯ম তলার জুলাই শহিদ স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, সাংবাদিকরা যদি সত্যের পক্ষে কলম চালান, তাহলে সমাজ ও জাতির জন্য অনেক কিছু করা সম্ভব। আমরা প্রত্যাশিত বাংলাদেশ চাই।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর বিভিন্ন দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন।