সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর সৈয়দপুরের খিয়ারজুম্মা নামক স্থানে ট্রাক চাপায় দুই ভাটা শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উক্ত স্থানে সড়ক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শ্রমিক হলেন, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুসরতধুলিয়া এলাকার শাল্টিবাড়ী গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৫) ও মজিবর হোসেনের ছেলে জিকরুল হক ওরফে জিকো (৩২) ।

স্থানীয়রা বার্তা২৪.কম কে জানান, মহাসড়কের পাশে ভাটায় কাজ শেষে বাড়িতে ফিরছিল ওই দুই ভাটা শ্রমিক। সন্ধ্যা ৭টার দিকে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় আব্দুল জলিল। এ সময় স্থানীয়রা গুরুতর আহত জিকো হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি ।

বিজ্ঞাপন

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে বার্তা২৪.কম কে বলেন, ঘটনার পর ট্রাকটি দ্রুত বেগে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। অপরদিকে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।