ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোলায় যৌথবাহিনীর অভিযানে ২টি দেশি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ মো. নাজিম উদ্দীন (৪০) নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) রাতে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মধ্যে বাপ্তা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সোমবার (৩ মার্চ) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আহমেদ (স্টাফ অফিসার) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন

বিজ্ঞাপন

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি দেশীয় কুড়াল জব্দ করা হয়। পরে জব্দ করা সকল আলামতসহ তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।