ইঞ্জিন বিকল, দেড় ঘণ্টা পর ছাড়লো ট্রেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা দিকে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে সকাল ৮ টা ৫০ মিনিটে জামালপুর সদর উপজেলার নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. নাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে নান্দিনা স্টেশনে গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। পরে সাড়ে ১০টায় ময়মনসিংহ থেকে একটি বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিজ্ঞাপন

যাত্রী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে নান্দিনা স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে দুর্ভোগে পরে যাত্রীরা। প্রায় দেড় ঘণ্টা পর ময়মনসিংহ থেকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এই সময়ে ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে দেড় ঘণ্টা পর সাড়ে ১০টা দিকে ময়মনসিংহ থেকে আলাদা একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়।

এ প্রসঙ্গে নান্দিনা স্টেশন মাস্টার মো: নাদির হোসেন জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এতে কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।