‘সরকারের ব্যর্থতাকে কাজে লাগাচ্ছে স্বৈরাচারের দোসররা’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিগত পতিত স্বৈরাচারের দোষররা স্ব-অবস্থানে আছে। এ সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে তারা গভীর চক্রান্ত করছে। জনগনের ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে, ছিনতাই করছে। দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত সরকারের বিশাল সিন্ডিকেট কাজ করছে। আমরা চাচ্ছি একটি নির্বাচিত সরকার। যারা সকল কিছু সামাল দিতে সক্ষম হবে। অন্যের পক্ষে তা সম্ভব নয়। যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে, রোডম্যাপ দিবে, তখন এসব অপকর্ম গুলো বন্ধ হয়ে যাবে।

সোমবার (২৪ফেব্রুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সংস্কার একটি অব্যাহত কর্মসূচি। এটা একদিনে শেষ হওয়ার কথা না। সরকারের নির্দিষ্ট একটা মেয়াদ আছে, অনন্তকাল থাকার কথা না। সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ। আমরা বার বার সরকারকে বলছি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য এবং নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়ার জন্য। অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা বিদায় নেবে, এটা তাদের মুল দায়িত্ব।

অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুলের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নিজাম উদ্দিন চৌধুরী, মোঃ ফখরুল ইসলাম স্বপন, কেয়ার এডুকেশন সোসাইটির পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মাইজদী শাখা ম্যানেজার মোহাম্মদ বাহার উদ্দিন, জেলা তাঁতি দলের আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন