নৌকা সরিয়ে বদল হলো চসিকের লোগো

  • চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগোতে পরিবর্তন এসেছে। লোগো থেকে সরিয়ে দেওয়া হয়েছে নৌকা প্রতীক, আর সেখানে যুক্ত করা হয়েছে জাতীয় ফুল শাপলা। এখন থেকে নতুন লোগোতেই ব্যবহৃত হবে চসিকের সব ধরনের দাপ্তরিক নথিপত্র ও প্রচার সামগ্রী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে চসিকের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন লোগো প্রকাশ করা হয়। তবে এখনও চসিকের উইকিপিডিয়ায় পুরোনো লোগোই (নৌকা সম্বলিত) দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়র স্যার দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী নৌকা বাদ দিয়ে জাতীয় প্রতীক শাপলা রাখা হয়েছে। আজ সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগো প্রকাশ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছু জায়গায় এখনো পুরোনো লোগো রয়ে গেছে। তবে দ্রুত সব জায়গায় নতুন লোগো বসানো হবে।’

বিজ্ঞাপন