‘অন্তর্বর্তী সরকার সিলেটের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

‘অর্ন্তবর্তী সরকার সিলেটের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে’

‘অর্ন্তবর্তী সরকার সিলেটের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ও সিলেটে সুষ্ঠু ধারার সাংবাদিকতা বিকাশে সিলেট জেলা প্রেসক্লাব আগামী দিনে আরও অগ্রণী ভূমিকা রাখবে। সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সিলেটের সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপ-প্রেস সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ কথা বলেন।

বিজ্ঞাপন

শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান উপ-প্রেস সচিব।

এসময় সংগঠনের পক্ষ থেকে উপ-প্রেস সচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সহ-সভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবে সাবেক সহ-সভাপতি সাঈদ চৌধুরী টিপু, সাংবাদিক সবুজ আহমদ প্রমুখ।