রংপুরে হিজবুত তাওহীদের ৪ কর্মীর বাড়ি ভাঙচুর, আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদের নেতা কর্মীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও ৪ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার ( ২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের নাগদাহ সিদাম এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের নেতা-কর্মীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই ঘটনায় হিজবুত তাওহীদের অফিসসহ ৪ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রায় আহত হয়েছে ২০ জন। এছাড়াও ২ কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এই ঘটনায় দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, হিজবুত তাওহীদের বৈঠকে এলাকাবাসীরা বাঁধা দিলে হামলা চালান নেতা কর্মীরা। নেতা-কর্মীরা চায়নিজ কুড়াল, রামদা, পিস্তলসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেন বলে জানান তারা।

বিজ্ঞাপন

এই ঘটনায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাগদাহ সিদাম এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাওহীদের বিভাগীয় কর্মী সমাবেশ হওয়ার কথা ছিল। প্যান্ডেল টাঙানো হলে তা গতকাল রোববার স্থানীয় জনতা ভেঙে দেয়। এরপর আজ হিজবুত তাওহীদের রংপুর বিভাগীয় আমির আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে ৪০-৫০ জন কর্মী গোপন বৈঠক করছিলেন। এই বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার মধ্য দিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘর্ষ চলাকালীন হিজবুত তাওহীদের চার কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করে আরও দুই কর্মীর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আসিফা আফরোজ আদরী জানান, এই ঘটনার খবরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ৭জনকে আটক করা হয়েছে এবং দুই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে পীরগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হক সুমন জানান, পারুল ইউনিয়নে মঙ্গলবার হিজবুত তাওহীদের একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশকে নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষের পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।