চসিকের একুশে পদক ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ জন

  • স্টাফ কসেরপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আগামী ২৬ ফেব্রুয়ারি একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কারের মাধ্যমে ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত করবে। এর মধ্যে ড. সলিমুল্লাহ খান এবং তামিম ইকবাল খান সহ আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।

এই বিশেষ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে ভাষা আন্দোলনের আন্দোলনকারী বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান।

বিজ্ঞাপন

এছাড়া, সাহিত্য পুরস্কারের জন্য কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

অমর একুশে বইমেলা মঞ্চে ২৬ ফেব্রুয়ারি, বিকাল ৪টায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে তাদের হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা স্মারক ও পুরস্কার। চট্টগ্রাম সিটি করপোরেশনের এই উদ্যোগ চট্টগ্রামের নানা ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের দীর্ঘদিনের পরিশ্রমকে সম্মান জানিয়ে চট্টগ্রামের সংস্কৃতি ও ইতিহাসের ধারাকে আরও এগিয়ে নেবে।

বিজ্ঞাপন