টিসিবির পণ্য প্রকৃত চাহিদাসম্পন্নদের দিতে হবে: মেয়র শাহাদাত

  • স্টাফ কসেরপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন মেয়র শাহাদাত

বক্তব্য রাখছেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, টিসিবির পণ্য প্রকৃত চাহিদাসম্পন্নদের কাছে পৌঁছে দিতে হবে এবং অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, অতীতে অনেক কাউন্সিলর মিথ্যা তথ্য দিয়ে নিজেদের আত্মীয়দের টিসিবি কার্ড দিয়েছেন, যা তার সময়ে চলবে না।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) লালদীঘি পাবলিক লাইব্রেরি ভবনে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় চসিক সচিব আশরাফুল আমিন, বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় মেয়র বলেন, টিসিবির পণ্য জনগণের জন্য, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। এটি যাতে সঠিক মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে থাকব। যারা অনিয়ম করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে আসন্ন রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভোগান্তিতে থাকা মানুষদের সেবায় টিসিবির পণ্য প্রদান নিশ্চিত করতে হবে।

তিনি জানান, টিসিবির পণ্য বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তালিকা প্রণয়ন ও পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে।

বিজ্ঞাপন

মেয়র আরও বলেন, এখন থেকে টিসিবির কার্ড দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করতে ওয়ার্ডভিত্তিক যাচাই-বাছাই করা হবে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করতে হবে।

তিনি বলেন, টিসিবির পণ্য যাতে কালোবাজারে না যায় এবং প্রকৃত দরিদ্ররা যাতে সুবিধা পান, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হবে।