দেশ ছেড়ে পালানো নেত্রীর রাজনীতি না করাই ভালো: বাবর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশ ছেড়ে পালানো এমন নেত্রীর রাজনীতি না করাই ভালো।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনার জেলার হাওরাঞ্চল খালিয়াজুরীতে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীদের জেল খাটিয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে। তবুও তিনি এ দেশের মাটি ও মানুষকে ছেড়ে পালিয়ে যাননি। আর এখন সেই জুলুমকারী ফ্যাসিস্ট নেত্রী কোথায়? দেশ ছেড়ে পালিয়েছে।

বক্তব্যের মাঝখানে তিনি এই ১৭ বছরে বিভিন্ন মারা যাওয়া সিনিয়র নেতাকর্মীদের জন্য এক মিনিট নীরবতা পালন করেন।

বিজ্ঞাপন

বাবরের সংসদীয় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলা কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর মুক্ত হয়ে নিজ এলাকায় আগমণ উপলক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

খালিয়াজুরী উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্ট’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মো. লুৎফুজ্জামান বাবর আরও বলেন, ফ্যাসিবাদীরা দেশে এখনো বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এই পায়তারা মোকাবিলা করার জন্য তিনি বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে বলেন। তিনি বলেন, দেশের বেকারদের কাজে লাগাতে হবে। তারাই হবে দেশের উন্নয়নের চাবিকাঠি।

নেত্রকোনা জেলায় রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রথমদিনের গণসংবর্ধণার পর দ্বিতীয় দিনে খালিয়াজুরী উপজেলা কলেজ মাঠেও স্থানীয় নেতাকর্মীতে গণসংবর্ধণা জন সমাবেশে রূপ নেয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালেও মোহনগঞ্জ উপজেলা বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বাবর।