কুষ্টিয়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ আমানুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বল্লভপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার আমানুল ইসলামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ পশ্চিমপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন