সরকারি সব দফতরে ই-ফাইলিং চালু করা হবে: প্রেস সচিব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতি কমাতে সরকারি সকল দফতরে ই-ফাইলিং সিস্টেম চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, সরকারের প্রত্যেক স্তরে ডিসিশনের ক্ষেত্রে ই-ফাইলিংয়ের ব্যবস্থা করা হবে। কোনো ধরনের ফাইল যেন ম্যানুয়ালি মুভ না করে সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, এই ব্যবস্থা চালু হলে করাপশন কমে আসবে। কোন দফতরের কোন ডেস্কে কোন ফাইল রয়েছে তা সহজেই জানা যাবে। এতে কেউ কোনো ধরনের ফাইল আটকে রাখতে পারবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন আমাদের জানিয়ছে এই প্রক্রিয়ায় আফ্রিকার দেশ এস্তেনিয়ায় করাপশন মুক্ত করা হয়েছে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ১৫ বছরে কোনো কোনো প্রকল্পের ব্যয় ৭০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা বড় বড় প্রকল্পে ব্যয় কমাতে থার্ড পার্টি যোগ করবো। এতে প্রকল্পে ব্যয় কমে আসবে।

চট্টগ্রামে বিমান বাহিনীর ঘাটিতে হামলা ও গুলিতে একজনের নিহতের ঘটনায় শফিকুল আলম বলেন, সেখানে ল এন্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছিলো। নিহতের ঘটনায় তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমাদের মিটিং হয়েছে। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ আসিফ মাহমুদ, আদিলুর রহমান এবং ঢাকার আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। আজকে রাত থেকেই কম্বাইন্ড পেট্রোল শুরু হওয়ার কথা।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, প্রটেস্ট করার অধিকার সবার রয়েছে। তবে খেয়াল রাখতে হবে যেন ল এন্ড অর্ডার সিচুয়েশন তৈরি না হয়।

এসময় ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।