আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান গ্রেফতার

অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান আসামি কামরুজ্জামান ওরফে টুন্নু খা (৪৫)'কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) র‍্যাব-৩ এর স্টাফ অফিসের (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম এ তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ফয়জুল ইসলাম বলেন, রাজধানীর কলাবাগান এলাকা হতে অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান কামরুজ্জামান ওরফে টুন্নু খা’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামি ইতালি রাষ্ট্রে পাঠানোর কথা বলে লিবিয়াতে মানুষ পাচার করে দেয়। আসামি সহজ সরল লোকদের ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকা হাতে পাওয়ার পর ভুক্তভোগীদের ইতালি রাষ্ট্রে না পাঠাইয়া দুবাই রাষ্ট্র দিয়ে লিবিয়া রাষ্ট্রে দালালদের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে লিবিয়া রাষ্ট্রের দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে মোটা অংকের টাকা আদায় করে।

তিনি বলেন, গত ২০২২ সালের ২ জুলাই মানব পাচার চক্রটি মাদারীপুর জেলার সদর থানাধীন ত্রিভাগদী এলাকার মো. শাহজাহান হাওলাদার (ভিকটিম)’কে ইতালি পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আদায় করে। পরবর্তীতে গত ১৮ জুলাই ভিকটিমকে ইতালি পাঠানোর উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে গিয়ে দুবাই রাষ্ট্রের মাধ্যমে লিবিয়া রাষ্ট্রের দালালদের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার মানবপাচার চক্রের কাছে ভিকটিম এর বিষয়ে জানতে চাইলে চক্রটি জানায় ভিকটিম লিবিয়ায় দালালদের কাছে আটক হয়েছে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য ভিকটিমের পরিবারের নিকট হতে ২৫ লাখ ৫৯ হাজার ৭১৯ টাকা আদায় করে। ভিকটিমকে উদ্ধারের জন্য বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পরও ভিকটিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেনি মানব পাচার চক্রটি। এপ্রেক্ষিতে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলার প্রেক্ষিতে রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের একজনকে গ্রেফতার করে র‍্যাব-৩।

এসব অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।