সৈয়দপুরে ডেভিল হান্ট অভিযানে কৃষক লীগ নেতা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে ডেভিল হান্ট অপারেশনের আওতায় আ’লীগের অঙ্গ-সংগঠন উপজেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক দুলাল হোসেন (৩৫) ও আওয়ামী লীগ কর্মী হানিফ (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় সৈয়দপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বার্তা ২৪ কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে গত বছরের ৪ আগস্ট শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি’ কার্যালয়ে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ এবং শহরে নাশকতার ঘটনায় সৈয়দপুর পৌর বিএনপি’র সাধারন সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু বাদী হয়ে ওই বছরের ৩১ আগস্ট ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

ওই মামলায় শহরের ইসলামবাগ এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে আওয়ামী লীগ কর্মী হানিফ ৪৩ নং আসামি। এছাড়া মামলার তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামী একই এলাকার মমতাজ হেসেনের পুত্র সৈয়দপুর উপজেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুলাল হোসেন।

সৈয়দপুর থানা পুলিশের উপ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বার্তা২৪ কে জানান, মামলার পর থেকে তারা দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদে জানতে পারেন উল্লিখিত আসামীরা তাদের নিজ-নিজ বাসায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোলাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খোরশেদ আলমের নেতৃত্বে উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স আসামীদের গ্রেফতারে তাদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে হানিফ ও দুলালের শয়নকক্ষ থেকে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের গ্রেফতার করা হয়।