চকরিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি: গ্রেফতার ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকেৃতরা হলেন-মো. নয়ন চৌধুরী, মোহাম্মদ হানিফ ও মো. ইসমাইল। নয়ন পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, হানিফ প্রচার সম্পাদক ও ইসমাইল একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।

জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ০৪ নং ওয়ার্ডের বাটাখালী দুবাই প্রবাসী শ্রীমন্ত দাশের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এ সময় তিন ভরি স্বর্ণালংকার, চার ভরি রুপার অলংকার, নগদ ১২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ঘটনার পর চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম অপরাধীদের শনাক্তে গ্রেফতার অভিযান শুরু করেন। ঘটনাস্থলের আশ-পাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের সনাক্ত করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকায় আটক করে।

এ সময় লুণ্ঠিত বার হাজার টাকার মধ্যে দশ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ডাকাতির ঘটনার পর থেকে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও আশপাশের সিসিটিভির ফুটেজ চেক করে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় লুণ্ঠিত ১০ হাজার টাকা। লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।