প্রায় ২০ বছর পর স্বাধীন মুক্ত নতুন পরিবেশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ২৪শে ফ্রেব্রুয়ারী বিকেলে পার্বত্য রাঙামাটি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক সমাবেশ।
সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনানুসারে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের শহীর আব্দুসশুক্কুর স্টেডিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই সমাবেশের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠিদের মাঝে বিএনপির “রেইনবো আম্ব্রেলা” কনসেপ্টসহ বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ভিত্তি উপস্থাপন করা হবে।
এদিকে, পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন পূর্ববর্তী প্রায় ২০ বছর সময়কাল পরে রাঙামাটিতে অনুষ্টিত হতে যাওয়া এই সমাবেশকে ঘিরে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনাপূর্ণ উৎসবের আমেজ বিরাজ করছে। আয়োজকরা মনে করছেন দীর্ঘদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রায় অর্ধলক্ষ লোকের সমাগম হতে পারে।
২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দুপুর ২টায় শহরের শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে আয়োজিত এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এছাড়াও, বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যেমন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, প্রাক্তন পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ আরও অনেকে এতে অংশ নেবেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জানিয়েছেন, দীর্ঘদিন পর এই ধরনের একটি কর্মসূচীর ঘোষণায় আমাদের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। এই সমাবেশকে সফল করে তুলতে ইতিমধ্যেই আমাদের নেতাকর্মীরা রাঙামাটির প্রতিটি উপজেলার প্রত্যেক ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের বাসিন্দাদের কাছে লিফলেট বিতরণের পাশাপাশি দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে অনুষ্টিত হতে যাওয়া সমাবেশে যোগদানের দাওয়াত দিচ্ছে।
এক প্রশ্নের জবাবে জনাব দীপু প্রতিবেদককে বলেন, আমরা ইতোমধ্যেই রাঙামাটির সকল উপজেলা গুলোতে আমাদের সাংগঠনিক কার্যক্রম অনেকটা গুছিয়ে এনেছি। এতে করে আমাদের সংগঠন অনেকটা সুসংগঠিত হয়ে উঠেছে তাই এই সমাবেশকে ঘিয়ে আমাদের নেতাকর্মীরা উম্মুখ হয়ে আছে সমাবেশে যোগদানের জন্য।
এই সমাবেশ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট্য সকলকে চিঠির মাধ্যমে অবগত করার পাশাপাশি অনুমতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি প্রতিবেদককে বলেন, সমাবেশকে ঘিরে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে শৃঙ্খলা কমিটি, মিডিয়া সার্পোট কমিটি, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কমিটি থেকে শুরু করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে সমাবেশ আয়োজক রাঙামাটি জেলা বিএনপি।
সবকিছু ঠিকঠাক থাকলে সমাবেশে প্রায় ৫০ হাজার লোকের জনসমাগম ঘটবে বলে রাঙামাটি জেলা বিএনপি মনে করছে বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন পরে স্বাধীন মুক্ত নতুন পরিবেশে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই সমাবেশ। এই সমাবেশ থেকে আগামীদিনের রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা কর্মসূচীর যে রূপকল্প সেটি জনসাধারনের কাছে তুলে ধরা হবে এবং বাংলাদেশী জাতীয়তাবাদের মূল ভিত্তি তথা “রেইনবো আম্ব্রেলা” যে কনসেপ্ট ঘোষণা করা হয়েছিলো সেই বিষয়টি পাহাড়ের বাসিন্দাদের মাঝে উক্ত সমাবেশের মাধ্যমে উপস্থাপন করা হবে। এরআগে বিগত ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে রাঙামাটির স্টেডিয়াম মাঠে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।