ফাগুনের সন্ধ্যায় রাজধানীতে বৃষ্টি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শীতের আমেজ কাটিয়ে ফাল্গুনের প্রথম সপ্তাহেই রাজধানীর বিভিন্ন স্থানে দেখা মিলেছে বৃষ্টির। বসন্ত ও গ্রীষ্মের মিশেলে যখন আবহাওয়ায় এক মর্মর রূপ পরিলক্ষিত হচ্ছে তখন এমন বৃষ্টি ভিন্ন এক আমেজ তৈরি করেছে জনমনে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। দুপুর নাগাদ মেঘাচ্ছন্ন ভাব আরও ঘনিয়ে আসে। পরে বিকেল ৩টার দিক থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলামোটর এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির ধারা অব্যাহত ছিল। এছাড়াও যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড এবং গুলশানে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে।

এদিকে সারা দেশে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছিল। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

এতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পরে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি কমতে পারে।