হাব নির্বাচনে গোলাম সরওয়ার-ফরিদ মজুমদার প্যানেল জয়ী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নির্বাচনে (২০২৫-২০২৭) প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরওয়ারের নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যাণ পরিষদ বিজয় লাভ করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন বোর্ড।

বিজ্ঞাপন

সকাল ৯টা থেকে আইডিইবি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ফারুক আহমেদ সরদার নেতৃত্বাধীন ‘হাব ঐক্য ফোরাম’, এম এ রশিদ শাহ সম্রাটের ‘হাব বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জোট’ এবং সৈয়দ গোলাম সরওয়ার নেতৃত্বাধীন ‘হাব ঐক্য কল্যাণ পরিষদ’—এ তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিজ্ঞাপন

নির্বাচনে কেন্দ্রীয় কমিটির ২৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ঢাকা অঞ্চলে ২১টি ও চট্টগ্রামে তিনটি পদ। ঢাকা আঞ্চলিক কমিটির পদ রয়েছে ১৩টি। যদিও কেন্দ্রীয় কমিটিতে মোট পদ ২৭টি।

এবার সিলেটের তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হয়নি।