গুলিভর্তি বিদেশি পিস্তলসহ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে গুলিভর্তি দুই বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। উভয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন— কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজারের ইসমাইল আলম মাদু (৩৩) ও সীতাকুণ্ডের ট্রাক চালক পালাকান্দি সুমন (৩২)। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তারা নগরীর সরকারি সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, দুজনকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড, আরেকটি চার রাউন্ড গুলি লোড করা ছিল। তারা দুজনই ছাত্রলীগের নেতা বলে আমরা জানতে পেরেছি।