দেড় কোটি টাকার রুপার অলংকারসহ আটক ২

  • সিনিয়র করেস্পন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় অলংকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় আটক করা হয় ২ পাচারকারীকে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব অলংকার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক দুইজন হলেন, যশোরের শার্শা থানার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) ও একই এলাকার জাহাঙ্গীর কবির লিটুনের ছেলে মেহেদী হাসান (২৫)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারের মূল্য এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫শ‘ টাকা। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ৫টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের (যশোর-ব-১১-০২৬৬) একটি বাস তল্লাশী করে দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১টি প্যাকেটে ভারতীয় বিভিন্ন প্রকারের রুপার অলংকর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করেন।

তিনি বলেন, আসামী দুজনের বিরুদ্ধে মামলা দায়ে করে শার্শা থানায় রাখা হয়েছে। জব্দকৃত অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।