ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহের কোটচাঁদপুরে কলা বোঝাই ট্রাকের ধাক্কায় মহিউদ্দিন (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বলুহর মৎস্য হ্যাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মহিউদ্দিন উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। তিনি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষক মহিউদ্দিন কোটচাঁদপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রাজাপুর তার নিজ বাসায় ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে সাবদারপুর থেকে কোটচাঁদপুরগামী একটি কলা বোঝাই ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।