আজহারির মাহফিলে অস্ত্রসহ আটক ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারির মাহফিল এলাকায় সন্দেহভাজন এক যুবককে অস্ত্রসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের পরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকায় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক একটি সাইকেলে করে মাহফিলের দিকে যাচ্ছিলেন। সন্দেহজনক আচরণের কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র (রাইফেল) উদ্ধার করা হয়।

পুলিশ জানান, আটককৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

বিজ্ঞাপন

মাহফিলে আগত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রশাসন পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল।