ইফতারে যেসব পানীয় আপনাকে সতেজ রাখবে

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত/ ইফতারের পুষ্টিকর ও স্বাস্থ্যকর পানীয়

ছবি: সংগৃহীত/ ইফতারের পুষ্টিকর ও স্বাস্থ্যকর পানীয়

রমজানে সারাদিন রোজা রেখে শরীর ক্লান্ত হয়ে যায়, তাই ইফতারে এমন পানীয় রাখা উচিত যা শরীরকে সতেজ রাখবে। শুধু পানি পান করলেই হবে না, প্রয়োজন পুষ্টিকর ও স্বাস্থ্যকর কিছু পানীয়, যা শরীরের শক্তি ফিরিয়ে আনবে এবং হাইড্রেটেড রাখবে। চলুন জেনে নিই কিছু দারুণ সতেজকর পানীয় সম্পর্কে-

১. লেবুর শরবত

বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত/ লেবুর শরবত শরীরে পানির ঘাটতি পূরণ করে

ইফতারের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজ একটি পানীয় লেবুর শরবত। এটি শুধু স্বাদেই চমৎকার নয়, বরং শরীরে পানির ঘাটতি পূরণ করে ও তাৎক্ষণিকভাবে চাঙ্গা করে তোলে। লেবুর রসের সঙ্গে সামান্য চিনি, লবণ ও পানি মিশিয়ে নিলেই দারুণ এক রিফ্রেশিং পানীয় তৈরি হয়ে যাবে।

বিজ্ঞাপন

২. খেজুরের শরবত

খেজুর শররের জন্য বেশ উপকারি, কারণ এটি প্রাকৃতিক সুপারফুডও। ইফতারে খেজুরের শরবত সহজেই সতেজ করে তুলে। খেজুরের শরবত বানাতে কয়েকটি খেজুর পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিতে পারেন। চাইলে এর সঙ্গে দুধ বা মধু মিশিয়ে নিতে পারেন। এটি দ্রুত শক্তি জোগাবে ও ক্লান্তি দূর করবে।

৩. বেল শরবত

ছবি: সংগৃহীত/ বেলের শরবত হজমে সহায়তা করে

বেল গরমের দিনে দারুণ এক ফল, যা শরীর ঠান্ডা রাখে এবং হজমে সহায়তা করে। ইফতারে বেলের শরবত খেলে গ্যাস্ট্রিক ও পেটের নানা সমস্যাও কমে যায়।

৪. টকদই ও মধুর লাচ্ছি

টকদই হজমশক্তি বাড়ায় এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ইফতারে টকদই, পানি, সামান্য মধু ও এক চিমটি গোলমরিচ মিশিয়ে তৈরি করুন সুস্বাদু লাচ্ছি। এটি শুধু সতেজতাই দেবে না, বরং দীর্ঘক্ষণ পেট ঠান্ডা রাখবে।

৫. তরমুজের জুস

তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, যা শরীরকে সহজেই হাইড্রেট রাখে। ইফতারের পর এক গ্লাস তরমুজের জুস পান করলে শরীর দ্রুত চাঙ্গা হয়ে উঠবে। এর সঙ্গে একটু লেবুর রস বা পুদিনা পাতা যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে।

৬. পুদিনা ও শসার শরবত

ছবি: সংগৃহীত/ পুদিনা-শসার শরবত শরীরের ক্লান্তি দূর করে

শসা ও পুদিনার মিশ্রণ শরীরকে ঠান্ডা রাখে ও হজমে সাহায্য করে। কয়েক টুকরো শসা ও কিছু পুদিনা পাতা পানিতে ভিজিয়ে রেখে শরবত বানিয়ে ইফতারে পান করুন, এটি শরীরকে সতেজ রাখবে ও ক্লান্তি কমাবে।

৭. দুধ-খেজুর স্মুদি

এক গ্লাস ঠান্ডা দুধের সঙ্গে কয়েকটি খেজুর ও সামান্য মধু ব্লেন্ড করে নিলেই তৈরি হবে স্বাস্থ্যকর ও পুষ্টিকর স্মুদি। এটি দ্রুত শক্তি ফিরিয়ে আনবে এবং দীর্ঘক্ষণ শরীরকে চাঙ্গা রাখবে।

ছবি: সংগৃহীত/ ইফতারের স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয়

ইফতারে শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে অবশ্যই স্বাস্থ্যকর ও পুষ্টিকর পানীয় গ্রহণ করা উচিত। এসব পানীয় শুধু ক্লান্তি দূর করবে না, বরং আপনার সারাদিনের পানি ও পুষ্টির ঘাটতিও পূরণ করবে। তাই প্রতিদিনের ইফতারে রাখুন এই স্বাস্থ্যকর ও সতেজকর পানীয়গুলো।