জেনে নিন গোপনে চিনিমিশ্রিত থাকে যেসব খাবারে
-
-
|
![চিনি / ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2025/Feb/16/1739717570100.jpg)
চিনি / ছবি: সংগৃহীত
চিনি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি খাবার। রক্তে গ্লুকোজের মাত্রা ভারসাম্যহীনভাবে বাড়ানো ছাড়াও আরও অনেক রোগের জন্য দায়ী। স্বাস্থ্য সচেতন মানুষ তাই চিনি এবং মিষ্টিজাতীয় খাবার পরিমিত পরিমাণে খান অথবা এড়িয়ে চলেন। যেমন, বিশেষজ্ঞদের মতে প্রাপ্তবয়স্ক পুরুষদের দৈনিক ৯ চা চামচ বা ১৫০ ক্যালরি চিনি এবং নারীদের ক্ষেত্রে ৬ চা চামচ বা ১০০ ক্যালরির বেশি চিনি খাওয়া ঠিক নয়।
তবে সরাসরি শুধু চিনিই ক্যালরি বহন করে তা নয়। অনেক মিষ্টিজাতীয় খাবার যেমন চকলেট, ক্যানি্ড, আইসক্রিম, কেক বা অন্যান্য মিষ্টান্নতেও চিনি থাকে। তাই যারা গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে চান তারা এইসব খাবার এড়িয়ে চলেন। তবে এমন কিছু খাবারও আছে, যেসব খাবারে গোপনে চিনিমিশ্রিত থাকে। আমরা না জেনেই, চিনিমুক্ত ভেবে সেসব খাবার খেয়ে অজান্তে ক্যালরি বাড়িয়ে চলেছি।
রান্নার উপকরণ: অনেক সময় রান্নার স্বাদ বাড়াতে আমরা কিছু উপকরণ ব্যবহার করি, অথচ জানি না তাতে চিনিও মিশ্রিত থাকে। বিশেষ করে বার-বি-কিউ সস, টমেটো কেচাপসহ বেশ কিছু প্রক্রিয়াজাত করা খাবার। বার-বি-কিউ সসের দুই টেবিল চামচে ১২ গ্রাম এবং টমেটো সসে ৮ গ্রাম চিনি থাকে।
ওটস: ওটসকে হৃদয় সব অন্যান্য অঙ্গের জন্যও একটি স্বাস্থ্যকর নাস্তা হিসেবে বিবেচনা করা হয়। তবে এখন তা নিয়েও সন্দেহ রয়েছে। পুষ্টিবিদ ভেনহুইজেন বলেন,‘ওটস ফাইবারপূর্ণ একটি খাবার, পেটের স্বাস্থ্যের জন্যও ভালো। তবে চিন্তার ব্যাপার হলো, কিছু কোম্পানি তাদের প্যাকেটজাত ওটসে চিনি মেশায়। ছোট একটি প্যাকেটেও ১২ গ্রাম পর্যন্ত চিনি থাকতে পারে, যা শরীরে অতিরিক্ত চিনির কারণ।
ফ্লেভার্ড মিল্ক: বাজারে নানা ফ্লেভারের দুধ পাওয়া যায়। যেমন চকলেট দুধ, স্ট্রবেরি দুধ, বাদামদুধ ইত্যাদি। নন-ডেইরি এইসব দুধে অনেক সময় স্বাদ বাড়াতে চিনি ব্যবহার করা হয়। ক্যালসিয়ামের ভালো উৎস হলেও এইসব ফ্লেভার্ড দুধে চিনি মিশ্রিত থাকায় তা পানীয়র পুষ্টিমাত্রা কমিয়ে দেয়। সবচেয়ে ভালো হয় এই খাবারগুলো বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া।
ড্রাইফ্রুট: ড্রাইফ্রুট সকাল ও সন্ধ্যার নাস্তায় বা মিষ্টান্ন রান্নায় ব্যবহারের জন্য সুস্বাদু একটি খাদ্যোপাদান। বাইরে গেলে কিছুটা বাদাম সাথে রাখতে পারেন। কারণ ফাইবারসম্পন্ন এই খাবার তৎক্ষণাৎ শক্তিপ্রদান করতে পারে। তবে যারা চিনি এড়িয়ে চলার চেষ্টা করছেন, তাদের এই উপাদানগুলোও বাদ দিতে হবে। সব ড্রাইফ্রুট অবশ্য এক না। আপেল এবং এপ্রিকট প্রাকৃতিকভাবে মিষি্ট ড্রাইফ্রুট।
তথ্যসূত্র: গ্যালভানাইজড