সর্ষের তেল কী ত্বকের জন্য উপকারী! আজই জেনে নিন

  • লাইফস্টাইল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সর্ষের তেল শুধু রান্নায় নয়, ত্বকের যত্নেও দারুণ কার্যকর। এটি ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়, উজ্জ্বলতা বাড়ায় এবং শুষ্কতা দূর করে। সঠিক নিয়মে ব্যবহার করলে ত্বক হবে আরও মসৃণ ও উজ্জ্বল। চলুন দেখে নেওয়া যাক কীভাবে সর্ষের তেল ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

সর্ষের তেলের উপকারিতা:

বিজ্ঞাপন

১) ত্বকের উজ্জ্বলতা বাড়ায় – এতে থাকা ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে।
২) ড্রাই স্কিন দূর করে – শীতকালে বা স্বাভাবিকভাবেই যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এটি দারুণ ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
৩) রোদে পোড়া দাগ হালকা করে – অতিরিক্ত রোদের কারণে ত্বকে যে ক্ষতি হয়, তা সারিয়ে তুলতে সর্ষের তেল খুব সহায়ক।
৪) বয়সের ছাপ কমায় – বলিরেখা ও ফাইন লাইন দূর করে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ত্বকের কোমলতা বজায় রাখে।
৫) প্রাকৃতিক ক্লিনজার – ময়লা ও মৃত কোষ দূর করে ত্বক পরিষ্কার রাখতে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজে করে।

ত্বকের যত্নে সর্ষের তেল ব্যবহারের সঠিক নিয়ম:

বিজ্ঞাপন

১. উজ্জ্বল ত্বকের জন্য সর্ষের তেল ও হলুদ

• ১ চা চামচ সর্ষের তেলের সঙ্গে সামান্য কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিন।
• এটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন।
• হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন।

এতে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে।

২. ড্রাই স্কিনের জন্য সর্ষের তেল ও মধু

• ১ চা চামচ সর্ষের তেলের সঙ্গে আধা চা চামচ মধু মিশিয়ে নিন।
• মুখে ও হাতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

এতে ত্বক কোমল ও হাইড্রেটেড থাকবে।

৩. ব্রণের দাগ দূর করতে সর্ষের তেল ও লেবু:

• ১ চা চামচ সর্ষের তেলের সঙ্গে ২-৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন।
• দাগের ওপর আলতো করে ম্যাসাজ করুন ও ১০ মিনিট রেখে দিন।
• ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।

এতে দাগ হালকা হবে ও ত্বক উজ্জ্বল দেখাবে।

৪. রোদে পোড়া ত্বকের জন্য সর্ষের তেল ও অ্যালোভেরা:

• ১ চা চামচ সর্ষের তেল ও ১ চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।
• আক্রান্ত স্থানে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
ফলাফল: ত্বক শীতল হবে ও পোড়াভাব কমবে।

সর্ষের তেল ব্যবহারের কিছু সতর্কতা:

১) খুব বেশি পরিমাণে ব্যবহার করলে ত্বকে অতিরিক্ত তৈলাক্ত ভাব আসতে পারে।
২) সেনসিটিভ স্কিনে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
৩)রাতে ব্যবহার করলে সকালে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন।

শেষ কথা

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চাইলে সর্ষের তেল হতে পারে আপনার সেরা বন্ধু। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে প্রাণবন্ত, কোমল ও দাগহীন। আজ থেকেই সর্ষের তেলকে আপনার স্কিন কেয়ারে যুক্ত করুন এবং পান দাগহীন, উজ্জ্বল ত্বক!

তথ্যসূত্র: আনন্দবাজার