মিরা’র আঙিনায় বসন্ত উৎসব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বসন্তের ছোঁয়ায় আড়মোড়া ভেঙেছে প্রকৃতি। মহাসমারোহে প্রকৃতিতে চলছে বসন্তবরণের প্রস্তুতি। তার সাথে বসন্ত বন্দনায় মেতেছে কংক্রিটের নগরও। শহুরে ব্যস্ততায় থেমে নেই উৎসবের আমেজ। সেই ভাবনা থেকেই আসছে ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ ফাল্গুনের প্রথম দিনে লাইফস্টাইল ব্র্যান্ড মিরা’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "মিরা-র আঙিনায় বসন্ত উৎসব ১৪৩১"। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মিরা প্রাঙ্গন, ১৬৭/এ গ্রিন রোড, ৪র্থ তলা, ঢাকা-১২০৫ এ-বসন্ত উৎসব এর আয়োজন করা হয়েছে।

মিরা’র পক্ষ থেকে চেয়ারম্যান শুভ্রা কর জানান, বসন্ত মানেই রংয়ের সমারোহ। এই রংয়ের ছোঁয়া সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। শীতকালে মিরা-র আঙিনায় পিঠা উৎসবের পর এবারও সবার অংশগ্রহণে এই আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

বসন্ত উৎসবের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে মিরা ফুড আর মিডিয়া পার্টানার হয়েছে নারী বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল জাগরণীয়া.কম।

যা থাকছে এই উৎসবে:

বিজ্ঞাপন

ফ্যাশন শো - মিরার নতুন বসন্তকালীন সংগ্রহ উন্মোচন

সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান - লোকগান, কবিতা আবৃত্তি ও মনোমুগ্ধকর নৃত্য

মেহেদি ও আলপনা কর্নার

ফটোবুথ - বসন্তের স্মৃতি ধরে রাখার বিশেষ ব্যবস্থা

বিশেষ বসন্ত কালেকশন ও ডিসকাউন্ট

মজাদার ফুড স্টল

তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সময়: বিকেল ৫টা – রাত ৯টা

স্থান: মিরা প্রাঙ্গন, ১৬৭/এ গ্রিন রোড, ৪র্থ তলা, ঢাকা-১২০৫

পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন, মিরা-র সাথে রঙিন বসন্তকে বরণ করে নিন আনন্দে!

যোগাযোগ: fb.com/mirabrandbd | mira.com.bd।