ইজতেমার মাঠে যৌতুকবিহীন বিয়ে আসরের পর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্ব ইজতেমা, ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমা, ছবি: সংগৃহীত

টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় দিন। ইজতেমার অন্যতম প্রধান আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হবে। ইজতেমা শুরু পর যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতিদের নামের তালিকাভুক্তির কাজ চললেও আজ সকাল থেকে নতুন নাম তালিকার কাজ চলছে।

বাংলাদেশ তাবলিগ জামাতের শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয়। তালিকুভুক্তির পর হবু দম্পতির লোকজনদের কাছে একটি করে সিরিয়ালের টোকেন দেওয়া হয়। আসর নামাজের আগ পর্যন্ত নাম তালিকাভুক্ত করা হয়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর আসরের নামাজের পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হয়।

নিয়ম অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

বিজ্ঞাপন

শুরায়ি নিজামের প্রথম পর্বের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লিদের ঢল নামে। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।