সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে ১৪ জন নিহত
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Nov/02/1730521348725.jpg)
ছবি: সংগৃহীত
সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেলওয়ে স্টেশনের ছাউনি ধসে শিশুসহ ১৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) কাতার বিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সার্বিয়ার স্বরাষ্টমন্ত্রী আইভিকা ডেসিক জানিয়েছেন, গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুরে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নভি সাদ-এর একটি রেলস্টেশনের ছাউনি আকস্মিকভাবে ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। ধংসস্তুপের নিচে চাপা পড়েছে আরো ২ জন।
তিনি বলেছেন, চাপা পড়া দুইজনকে উদ্ধারে ৮০ জনেরও বেশি দমকল কর্মী এবং উদ্ধারকারি দল অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্টেশনের ছাউনির নিচে ট্রেনের অপেক্ষায় অনেক লোক অবস্থান করছিলেন। বেশ কয়েকটি বুলডোজার ধ্বংসাবশেষ অপসারণ করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। নভিসাদের ব্লাড ট্রান্সফিউশন ইনস্টিটিউট স্থানীয় বাসিন্দাদেরও জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তিন বছর ধরে মেরামতের পর চলতি বছরের জুলাইতে স্টেশনটি আবার চালু হয়।
সার্বিয়ার রেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্টেশনের কিছু অংশের নির্মাণ কাজ এখনো চলছে। তবে ধসে পড়া যাত্রী ছাউনিটি মেরামতের অংশ ছিল না। তবে কি কারণে ছাউনি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি।
দেশটির রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুসিক শুক্রবার গভীর রাতে টেলিভিশনে এক ভাষণে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মধ্যে ৬ বছর বয়সী এক মেয়ে শিশু এবং উত্তর মেসিডোনিয়ার একজন নাগরিক রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
এ ঘটনার সঙ্গে দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।