মালিতে স্বর্ণের খনি ধসে নিহত অন্তত ৪৮

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে ৪৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

মালি আফ্রিকার শীর্ষস্থানীয় সোনা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রায়ই খনিতে ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটে। মালিতে অবৈধ অনেক সোনার খনি রয়েছে। আর এসব অবৈধ খনি থেকে সোনা উত্তোলন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পুলিশের একটি সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিতে ধস নামে। সেখানে ৪৮ জন মারা গেছেন। পানিতে পড়েও অনেকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তার ছোট্ট শিশু বাঁধা ছিল।

শনিবার ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে পরিবেশবাদী একটি সংস্থা।

বিজ্ঞাপন

একটি সূত্র এএফপিকে জানিয়েছে, যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে, সেখানে আগে খনি পরিচালনার দায়িত্বে ছিল চীনা একটি কোম্পানি। এখন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এর আগে, গত জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলে এরকমই একটি স্বর্ণের খনিধসে পড়ার ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ হয়। এদের মধ্যে অধিকাংশই নারী। এছাড়া, শনিবার যেখানে খনি ধসের ঘটনাটি ঘটেছে, বছর দেড়েক আগে ওই একই অঞ্চলে একটি খনির টানেল ধসে পড়ে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।