আরও ১১৯ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প সরকার। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ১১৯ জন অভিবাসী বহনকারী একটি বিমান ভারতের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে প্রতিশ্রুত কঠোর ব্যবস্থার অংশ হিসেবে ট্রাম্প সরকার দ্বিতীয় দফায় ১১৯ জন অবৈধ অভিবাসীকে ভারত পাঠিয়েছে।

কর্মকর্তাদের মতে, ১১৯ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জন পাঞ্জাবের এবং ৩৩ জন হরিয়ানার। আটজন গুজরাটের, তিনজন উত্তরপ্রদেশের, দুজন করে গোয়া, মহারাষ্ট্র এবং রাজস্থানের এবং একজন করে হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের।

বিজ্ঞাপন

শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অমৃতসরের আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন। তার সরকার দ্বিতীয় ব্যাচের নির্বাসিতদের মধ্যে থেকে পাঞ্জাবের বাসিন্দাদের তাদের নিজ শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বলে জানান তিনি।

তিনি বলেন, আমাদের যানবাহন তাদের তাদের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত।

এছাড়াও রোববার ১৫৭ জন অভিবাসী বহনকারী তৃতীয় বিমানটিও অমৃতসর বিমানবন্দরে অবতরণ করবে বলে জানিয়েছে পিটিআই।

এর আগে, গত ৫ ফেব্রুয়ারি ভারতীয় অবৈধ অভিবাসীদের বহনকারী মার্কিন বিমান বাহিনীর একটি বিমান অমৃতসরে পৌঁছায়। অমৃতসরে অবতরণকারী বিমানটিতে মোট ১০৪ জন ভারতীয় নাগরিক ছিলেন।

অনেক অভিবাসী দাবি করেছেন যে পুরো যাত্রার সময়টাতে তাদের হাত ও পায়ে কাফ পড়ানো হয়েছিল এবং অমৃতসরে অবতরণের পরই তাদের কাফগুলো খুলে দেয়া হয়েছিল।

বিষয়টি নিয়ে দেশব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি উত্থাপনেরও দাবি জানিয়েছে।

এদিকে অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দিল্লিতে নয়- তানিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে পুরো দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে।

তবে বিজেপির মুখপাত্র আরপি সিং এক্স-এ একটি পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রবেশের জন্য অমৃতসর হলো নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর। এই কারণেই অবৈধ অভিবাসী বহনকারী মার্কিন বিমান সেখানে অবতরণ করছে।