ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের রাজধানী দিল্লি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।

হিন্দুস্তান টাইমস জানায়, ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল। দিল্লির পাশাপাশি উত্তর ভারতের বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছিলেন। তবে এই ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল দিল্লির ধৌলাকুঁয়া।

এদিকে সোমবার ভোর থেকেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ট্রেন ধরতে যাত্রীদের ভিড় ছিল নয়াদিল্লি রেল স্টেশনে। ভূমিকম্পের জেরে সেখানকার বহু যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, কম্পনের সঙ্গে সঙ্গে তীব্র শব্দও শোনা যায়, এছাড়া গত ২৫ বছরে দিল্লিতে এ ধরনের কম্পন অনুভূত হয়নি বলেও জানিয়েছেন তারা।

এ ঘটনার পর এক্স পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লেখেন, সকলকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। মোদী বলেন, আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। সকলের সুরক্ষা কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। সেই পোস্ট শেয়ার করেন সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।