জাপানে বঙ্গবাজার-এর দ্বিতীয় সুপারশপের উদ্বোধন

  • বার্তা২৪ ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জাপানের গুমনা প্রিফেকচারের ওতা শহরে অবস্থিত এই নতুন শাখাটি চালু হয়েছে

জাপানের গুমনা প্রিফেকচারের ওতা শহরে অবস্থিত এই নতুন শাখাটি চালু হয়েছে

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় সুপারমার্কেট ‘বঙ্গবাজার’। জাপানে এর দ্বিতীয় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত শনিবার (২২ ফেব্রুয়ারি)। জাপানের গুমনা প্রিফেকচারের ওতা শহরে অবস্থিত এই নতুন শাখাটি চালু হয়েছে।

জানা গেছে, বাংলাদেশি, জাপানিজ ও দক্ষিণ এশীয় খাদ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশের গৃহস্থালি পণ্যের বিস্তৃত সংগ্রহ নিয়ে ক্রেতাদের সেবা দেবে। সুপারমার্কেটের প্রতিষ্ঠাতা জনাব বাদল চাকলাদার, যিনি জাপানে হালাল খাদ্যের বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। এসময় বাদল চাকলাদার বলেন, আমাদের লক্ষ্য মুসলিম কমিউনিটির জন্য সহজলভ্য হালাল পণ্য নিশ্চিত করা। বঙ্গবাজার ক্রেতাদের আস্থা অর্জন করেছে। আমরা আরও বিস্তৃত পরিসরে সেবা দিতে চাই। বঙ্গবাজার শুধু একটি সুপারমার্কেটে নয়, বরং প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশ।

নতুন এই শাখাটি স্থানীয় ও প্রবাসী মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য হালাল খাদ্যপণ্য সরবরাহ করে আসছে। সুপারমার্কেটে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, তুর্কি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনপ্রিয় খাদ্যসামগ্রী পাওয়া যায়। এছাড়া দেশীয় মসলার পাশাপাশি, ফ্রেশ ভেজিটেবল দেশীয় মাছ , তৈরি খাবার ও হালাল গোশত পাওয়া যায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন