দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • তোফায়েল পাপ্পু, দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  • |
  • Font increase
  • Font Decrease

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে শুরু হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫-এর কর্মসূচি। এরপর ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস ও মাতৃভাষার জন্য বাঙালির আত্মত্যাগের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

সভায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয় এবং ভাষা শহিদ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা, কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এক ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কনস্যুলেটের মনোনীতু শিল্পীরা। তারা নিজ নিজ ভাষায় গান পরিবেশন করেন এবং তাদের সংস্কৃতির বিভিন্ন দিক উপস্থাপন করেন।

এছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ের কর্মকর্তাদের সন্তান ও কমিউনিটির শিল্পীবৃন্দ ভাষা দিবস সম্পর্কিত গান ও নৃত্য পরিবেশন করেন। বিশেষভাবে শিশু-কিশোরদের পরিবেশনা মন জয় করে নেয় উপস্থিত দর্শকদের। অনুষ্ঠানজুড়ে ছিল মাতৃভাষার প্রতি ভালোবাসা ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বৈচিত্র্যময় এই আয়োজনের মাধ্যমে মাতৃভাষার গুরুত্ব ও সাংস্কৃতিক ঐক্য আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হয়।