বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য: নুর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ইতালি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনিবার্য বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

ইতালির রাজধানী রোমে প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার আয়োজনে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, নির্বাচিত সরকার না এলে দেশে স্থিতিশীলতা আসবেনা, নির্বাচিত সরকার না এলে দেশে বিদেশী বিনিয়োগ আসবেনা। নির্বাচিত সরকার এলেও বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক আছনাদ উদ্দিন হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন।

বিজ্ঞাপন

এ সময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল হক নুরকে তার জন্মভূমি বরিশালসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানান।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা ঢাকসুর সাবেক ভিপি নুরকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবাসী অধিকার পরিষদের ইতালি শাখার সাধারণ সম্পাদক জানি আলম জনি, খায়রুল আমিন, আবুল হোসেন জীবন, আবির আহমেদ সবুজ, রুহুল আমিন তালুকদার, খান মুহাম্মদ অপি, সামাজিক ব্যাক্তিত্ব মোজাম্মেল হোসেন মোল্লা।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলে যোগ দেন নুরুল হক নুর।