ঈদের আগে এই সপ্তাহটা কেমন যাবে
-
-
|

ছবি: সংগৃহীত
মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : সপ্তাহের প্রথম দিকে মনের মানুষের কিছুটা দুরে যাওয়ায় মনকষ্ট। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ভাল হবে। স্ত্রীর সঙ্গে আসন্ন উৎসবের পরিকল্পনা দিয়ে সপ্তাহটি শুরু হবে। বচসাও বাধতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে দূরভ্রমণের আলোচনা করতে পারেন। বিলাসিতায় প্রচুর অর্থ ব্যয় হতে পারে। অন্যের কাছে অর্থসাহায্য নিতে হতে পারে। খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন। জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। ঈদের আগে ঋণ ফেরত পাবেন, তবে তার জন্য বেগ পেতে হবে। ভ্রমণে পরিকল্পনা থাকবে। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন। কর্মক্ষেত্রে মিশ্রফল। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। অপরের জন্য কাজ করে আনন্দ লাভ। অর্থভাগ্য ভাল থাকবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। ভেঙে যাওয়া কোনও সম্পর্ক জোড়া লাগতে পারে। কর্মসংস্থানের সুযোগ পাবেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): ঈদ উপলক্ষে পরিবার সহ ভ্রমণের পরিকল্পনা করবেন। দূর দেশে ভ্রমণে পরিকল্পনা। তবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। সংসারে শান্তি বজায় থাকবে। শ্বশুরকুল থেকে কোনো বার্তা পেতে পারেন। সন্তানের চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে। অর্থভাগ্য ভাল-মন্দ মিশিয়ে থাকবে। সর্বত্র সম্পর্ক খুব ভাল থাকবে। চাকরি, গাড়ি ইত্যাদিতে সুখ বাড়বে।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে। ঈদের আগে ভাই-বোনের মধ্যে আলাপ হতে পারে। তবে সপ্তাহটায় সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। আর্থিক ক্ষেত্র ভাল যাবে। জীবিকা নিয়ে খুব একটা কষ্টভোগ নেই। ব্যবসায় আগ্রহ বাড়বে। বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা কিছু সুখকর খবর পাবেন। চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : আজ দুপুর নাগাদ ভালো কোনো খবর পেতে পারেন। ঈদ পরিকল্পনা পূরণ হওয়ার দিন। খরচ বাড়তে পারে। দাম্পত্য জীবনে রঙিন পরিকল্পনা। ব্যবসায় লাভ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : বাড়তি খরচের জন্য প্রস্তত থাকুন। বাড়িতে ঈদের পরিকল্পনা। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। তবে সপ্তাহটায় সজাগ থাকতে হবে। আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে। তবে কিছু পাওনা আদায় হতে পারে। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা আজ সফলতা পাবেন। পরিবারের সদস্যদের মাধ্যমে কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হবে। দাঁতের রোগ বাড়তে পারে।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : ধর্মীয় কাজের চাপ বাড়তে পারে। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন। নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি। আশানুরূপ আয় বৃদ্ধির যোগ। পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে। ঈদ উপলক্ষে কারও কাছ থেকে দামি কোনও উপহার পেতে পারবেন। আলস্য বাড়বে। আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন। নিজের সিদ্ধান্তগুলো অবহেলা করবেন না। গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ দিন। সপ্তাহটায় কিছু প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। অভিজ্ঞতা থেকে লাভবান হবেন।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : ভালো কাজের সুযোগ আসবে। ঈদ উপলক্ষে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। তবে তা সাময়িক। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য সময়টা শুভ। অর্থভাগ্য মোটে উপর শুভ। ব্যয় বাড়বে। ঈদ পরিকল্পনায় পরিবারে সকলের সঙ্গে কোনও বিষয়ে একমত নাও হতে পারেন। জীবিকার ব্যাপারে খুব আনন্দে থাকবেন।
ধনু / স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। আসন্ন ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত অর্থব্যয়ের যোগ রয়েছে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। স্বামীকে নিয়ে কোনও ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে। প্রেম সম্পর্কে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা নিয়ে চিন্তা। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে। ব্যবসায় বাধা দূর হবে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে। গাড়ি পথে কিছু সমস্যা সৃষ্টি করবে।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে। যার কারণে কর্মে একটু ব্যঘাত ঘটতে পারে। ঈদ উপলক্ষ্যে সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনও নারীর সঙ্গে বিবাদের আশঙ্কা। খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে। আরও দু’একদিন অর্থভাগ্য খুব খারাপ হতে পারে। বিমান ভ্রমণ হবে। পরিবারে কিছু শুভ কাজ সম্পন্ন হবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : সপ্তাহটায় আবেগের বশে কিছু কাজ করলে সমস্যা হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বাড়তে পারে। সঙ্গীতশিল্পীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। স্বামীর কোনও কাজে শান্তি পেতে পারেন। এ সপ্তাহটায় ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসবে, তার পরিকল্পনা করতে পারেন। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে। পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : প্রেমে মাত্রাছাড়া আবেগ থাকবে। যে কারণে কর্মক্ষেত্রে জটিলতা ঘটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় বাধা কাটবে। আর্থিক ক্ষেত্র খুবই ভাল থাকবে। পারিবারিক ভাগ্য মধ্যম। ঈদ উপলক্ষ্যে পরিবারের সাথে নতুন পরিকল্পনা করবেন।