দেখে নিন, মঙ্গলে কোনও অমঙ্গল নেই তো?

  • জ্যোতিষী রুবাই : হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : ব্যবসায় অবস্থার উন্নতি হবে। চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্যের সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে মনোরম পরিবেশ থাকবে। ভবিষ্যৎ গড়ার সুযোগ আসছে। তবে দৈনন্দিন কাজগুলোতে একঘেয়ে হয়ে উঠতে পারে। মনের মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): আজ আপনি কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করতে হবে। আগামী প্রকল্পগুলির সম্ভবত ফল পেতে থাকবেন। চাকুরীতে কিছু ক্ষেত্রে যশ স্বীকৃতি বৃদ্ধি। বাসার পরিবেশ আপনাকে মানসিকভাবে চনমনে রাখবে।

বিজ্ঞাপন

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): দিনটিতে সন্তানের বিষয়ে কিছু চাপ থাকতে পারে। দুর দেশের পুরনো কোনও বন্ধুর থেকে ভালো খবর পাবেন। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। চাকরিতে নতুন বন্ধু তৈরি হবে। যা প্রেম প্রবর্তিত হতে পারে। ভ্রমনের পরিকল্পনা।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): আজ গুরুত্বপূর্ণ কাজে বিবাদ বাড়তে পারে। সামাজিক আচরণে সংযমের সঙ্গে কাজ করুন। নতুন প্রকল্প এখনই শুরু না করাই ভালো। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ফলাফল পাবেন না। তবে ব্যবসায় লাভ ও উন্নতির সম্ভাবনা থাকবে। রাগ নিয়ন্ত্রণ করুন। স্বাস্থ্যের অবনতি। সময়ে কাজ শেষ না করতে পারায় চাপ বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): আজ কিছু ভালো খবর পাবেন। সরকারি সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হবে। পরীক্ষা প্রতিযোগিতায় সাফল্য পাবেন। পরিবারে উদ্ভূত মতভেদ আজ কমবে। সম্পর্কের উন্নতি হবে। কর্মে পরিস্থিতি প্রতিকূল। সন্তানের কারনে মতবিরোধ। দাম্পত্য যোগে শান্তি ভঙ্গ।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): আজ আপনি আবেগ নিয়ন্ত্রণ রাখুন। খুব আবেগপ্রবণ হয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাহিদা নিয়ন্ত্রণ করুন। পরিশ্রম দ্বারা ঊর্ধ্বতন খুশি হবে। অপেক্ষার অবসান। পদোন্নতি। পরিবারের সদস্যদের থেকে সুখ ও সহযোগিতা পাবেন।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনের শুরুটা ভালো খবর দিয়ে শুরু হবে। পুরনো কোনও বিবাদ থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হবে। কর্মক্ষেত্রের উন্নতিতে সফল হবেন। নিজের প্রতি আরও আস্থা রাখুন। প্রমোদ ভ্রমণের সম্ভাবনা। প্রিয় মানুষের থেকে শুভ খবর। বিবাহযোগ্য পেতে পারেন।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): আজ কর্মক্ষেত্রে হঠাৎ কোনও বড় সমস্যা দেখা দিতে পারে। আবেগের বসে সিন্ধান্ত আজ নেওয়াই শ্রেয়। আইনি বিষয়গুলিতে জটিলতা আসতে পারে। তবে নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন। শেয়ার, লটারি বা ফাটকা থেকে বড় কিছু লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দাম্পত্যে কিছু সমস্যা থাকবে।

ধনু/স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): দিনটিতে চাকরিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। সরকারি ক্ষমতায় থাকা কোনও সিনিয়র ব্যক্তির কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। রাজনীতিতে নতুন বন্ধু তৈরি হবে। সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দিনটি চমকে ভরা। প্রিয়জনের থেকে চমক পাবেন। প্রেমে মনোরম স্থানে ভ্রমন। দাম্পত্য সাচ্ছন্দ্য।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): কাউকে দায়িত্ব দিলে আজ কাজ নষ্ট হয়ে যেতে পারে। হয়ে যাওয়া কাজে অসফলতা দেখা দিতে পারে। আর্থিক সমস্যার সম্মুখীনও হতে পারেন। তবে আমদানি, রপ্তানি ও বৈদেশিক পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য সাফল্য পাবেন। সরকারি চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের কারণে বিবাদ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে নাও থাকতে পারে।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আজ কর্মক্ষেত্রে কোনও অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। সমস্যা থাকলেও দুশ্চিন্তার মেঘ কেটে যাবে। নিশ্চিন্ত বোধ করবেন। কর্মসংস্থানে নতুন কোনও দিশা পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে। প্রেমযোগ মিশ্র ফল দেবে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): কর্মক্ষেত্রে আজ অনেক ব্যস্ততা থাকবে। ব্যবসায় লাভ ও অগ্রগতির সুযোগ আসবে। আপনার পরিশ্রমের মিষ্টি ফল পাবেন। সহকর্মীদের আপনার জন্য উপকারী হবে। তবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। সম্পত্তি সংক্রান্ত কাজে আইনি সমস্যা। প্রেম অনুকুলহীন।