প্রেম দিবস
দেখে নিন রাশি অনুযায়ী মন পেতে কি করতে হবে
-
-
|

ছবি: বার্তা২৪.কম
মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): প্রেমের ক্ষেত্রে সপ্তাহটা শুভ। তবে এই রাশির জাতক- জাতিকা মনের কথা বলতে, সেভাবে সফল হয় না। তবে এনারা সহজে প্রেমে পড়তে পারেন। সাধারণত এনারা অ্যাডভেঞ্চার প্রিয়। স্বভাবগ্রস্তভাবে প্রেমে পড়ার আগে আপনারা খুব বেশি ভাবনা-চিন্তা করেন না। তাই রোমাঞ্চকর যুক্ত কোনও বিষয় উপহার দিয়ে মনের কথাটা সেড়ে ফেলতে পারেন।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): এই রাশির জাতক- জাতিকাদের প্রেমের ক্ষেত্রে উষ্ণমনের। এবং প্রেমিক স্বভাবের। রোমান্সেও আপত্তি নেই। তবে মুখে কিছু প্রকাশ করে না। তাই একে অপরের মন বুঝতে পারলে, এই সপ্তাহেই মনের ভাব প্রকাশ করেই ফেলুন, ফল পাবেন। এনারা সাধারনত খাদ্য রসিক হয়ে থাকেন। প্রেম নিবেদনের আগে মনের মানুষকে ক্যান্ডেল লাইট বা ভালো মানের রেস্তোরায় নিয়ে যেতে পারেন, তবে পকেট পারমিট না করলে সাধারণ রেস্তরায় নিয়ে গেলেও খুশি হবে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): এই রাশির জাতক- জাতিকারা প্রেম দিবস বা ভ্যালেন্টাইন ডে সম্পর্কে কী অনুভব করে, তা তাদের বাহ্যিক চরিত্রে অনুমান করা সম্ভব জটিল বিষয়। তবে এনাদের বহুমুখী প্রতিভার কারণে যে কোনও পরিস্থিতিতে এরা মানিয়ে নিতে পারে। এনাদের শিল্পের প্রতি আগ্রহবোধ বেশি থাকে। দিবসটি উদযাপনে বিমুখ হলেও মনের মানুষকে কিছু চমক দিতে পারেন। শিল্প রসযুক্ত কিছু উপহার দিতে পারেন। এই ধরনের উপহার মনের মানুষের মন সহজেই পাবেন।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : এই রাশির জাতক- জাতিকারা একটু ফিল্মি কায়দা পছন্দ করে থাকেন। যদি জানতে চান এনাদের কীভাবে মন পাবেন? তবে অবশ্যই আপনাকে রোমান্টিক মুভির শরণাপন্ন হতে হবে। একটু ফিল্মি কায়দায় সারপ্রাইজ, উপহার, গোলাপ দিলে এনারে মন পাওয়া সহজ হবে। খুব দুরে কোথাও যাওয়ার দরকার নেই। কিছুক্ষণ গুছিয়ে কথা বললেই এনাদের মনের হদিস সহজে পাওয়া যেতে পারেন।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : এই রাশিচক্রের জাতক- জাতিকারা কখনই নিজেদের আলোকিত হওয়ার সুযোগকে হাত ছাড়া হতে দেয় না। প্রেম দিবসও ব্যতিক্রম নয়। এদের জন্য ভালোবাসা দিনও বিশেষ কোনও বড় উদযাপন। তাই এই রাশির মানুষের মন পেতে দুর্দান্ত ডেটিং আয়োজন রাখুন। তবে এনার মনের মানুষের সাথে একান্ত পছন্দ করেন। এনারা আবেগী হয়ে থাকেন। কোনো ভাবেই যেন আবেগে আঘাত না পরে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : এই রাশির জাতক- জাতিকারা, প্রেম বিষয়ে বাস্তবিক অর্থে কল্পনার আকাশে বিচরণ করে থাকেন। তাই প্রেম বিষয়ে এনাদের মুখে এক আর মনে আরেক। এনারা আমোদ-প্রমোদ, হইহুল্লোড় পছন্দ করে থাকেন। তাই মনের মানুষের সাথে একা নয়, তার পরিচিতদেরকে একত্রে নিয়ে কোনও আয়োজন করতে পারেন। মন পাবেন। একান্ত এনারা খুব বেশি পছন্দ করেন না। এনারা যুক্তিবাদী মনস্ক। যুক্তি দ্বারা চালিত হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ধর্মীয় ইচ্ছাও প্রবল হয়ে থাকে। তাই এনাদের মন পেতে হলে আপনাকে হতে হবে হাসিখুশি এবং চঞ্চল।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): এই রাশির জাতক- জাতিকা বেশিরভাগ ক্ষেত্রে খুব নিখুঁত হয়ে থাকে। তবে এনারা সর্বত্র ভারসাম্য বজায় রাখতে পছন্দ করে থাকেন। তাই এনারা চান মনের মানুষ এমন হোক যারা সব বিষয়ে নিখুঁত মনযোগী। প্রেমের ক্ষেত্রেও এনারা নিখুঁত ভাব খোজে। তাই এনাদের মন পেতে হলে রোমান্টিক ডেট পালন, উপহার বা যা কিছুই হোক তা যেনো পারফেক্ট হয়। এনারা মনের মানুষকে একান্তে পেতে পছন্দ করেন। এনারা খুব একটা লোভী প্রকৃতির নন। তবে কোনো বিষয়ে এনাদের প্রবল বাসনা থাকে তখন লোভ এনারা সম্ভরন করতে পারে না।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : তবে এই রাশির জাতক- জাতিকারা খুব আবেগি। তাই এনারা আবেগপ্রবণ মানুষদের প্রতি সহজেই মুগ্ধ হন। এনারা ভালোবাসা দিবস সম্পর্কিত প্রেমের কবিতা, গান পছন্দ করে থাকেন। প্রেমের বা সাংসারিক মুভি, নাটক পছন্দ করেন। এছাড়া ছোটছোট উপহার এনাদের খুবই আনন্দ দেয়। সেই দিকেও নজর রাখুন। অর্থাৎ সে যা পছন্দ করে তাই-ই সঙ্গীর মধ্যে খোজেন। তাই আপনি যদি বিপরীতধর্মী হন নিজেকে পাল্টে ফেলুন।
ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): এই রাশির জাতক - জাতিকাদের কাছে প্রেম দিবস হল অর্থহীন। তাদের কাছে শুধুমাত্র একটি দিনে রোমান্স, ভালোবাসা, প্রেম নিবেদনে কোনও গুরুত্ব রাখে না। বরং ভ্যালেন্টাইনস ডে’তে তারা নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে বেশি ভালোবাসেন। তবে ভ্রমণ এদের প্রিয় বিষয়। তাই প্রেম দিবসে একটা ভ্রমনের আয়োজন করে চমক দিতেই পারেন। মনের মানুষের সাথে বন্ধুদের নিয়ে ছোটখাটো ট্রিপ বা আশপাশ ঘুরতে আসতে পারেন।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): এই রাশির জাতক- জাতিকারা সর্বদা যুক্তি দ্বারা চালিত হয়। এনারা মনে করেন ভালোবাসা দিবস একটি চতুর বিপণনের সুযোগ। তবে এনাদের নস্টালজিয়া এবং ঐতিহ্য আকর্ষণ করে থাকে। তাই আপনার ভালবাসার মানুষটিকে উপহার হিসেবে নিজের হাতে রান্না বা শিল্প গিফট করতে পারেন। খাবারে এমন কোনো পদ বানান যা হয়তো সে শৈশবে বা স্কুলে পড়ার সময় খুব পছন্দ করতেন। সহজেই এনাদের মন পাবেন। তাতে আপনার রন্ধন স্বাদহীন হলেও তাদের আপত্তি নেই।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): এই রাশির জাতক- জাতিকারা নিজেদের আবেগ প্রকাশ করতে খুব একটা ভালবাসেন না। বরং বছরের যে কোনও দিনই রোমান্স করা যায় তার পক্ষে যুক্তি পছন্দ করেন। তবে এনারা মনের মানুষ সম্পর্কে যথেষ্ট যত্নবান। তাদের কম কিছু হলে বরখাস্ত করেন না। এদের জন্য ভালোবাসার দিন মানে প্রেমের উদযাপনের চেয়ে একটি সামাজিকীকরণ ইভেন্ট বলেই বেশি মনে করেন। তাই এদের মন পেতে হলে আপনাকে এনাদের মতই হতে হবে। তবেই মন পাবেন।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): তবে এই রাশির জাতক- জাতিকারা ভালবাসাকে অতি যত্নশীল মনে করে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। এনারা স্বপ্নময় রোম্যান্স অর্থাৎ ভালোবাসা দিবসটি কীভাবে উদযাপন করবেন সেই পরিকল্পনা এবং সেই স্বপ্নে বিভোর থাকেন। যদিও তা তারা প্রকাশ্যে স্বীকার করে না। এনারা আমোদ-প্রমোদ, হইহুল্লোড় পছন্দ করে থাকেন। তবে এনারা উপহার বেশ পছন্দ করেন। সেটা মূল্যবান হতে হবে এমন কোনো কথা নেই।