কেমন কাটবে ‘প্রমিস ডে’; পারবেন কি মনের মানুষের প্রতিশ্রুতি পূরণ করতে?
-
-
|

কেমন কাটবে ‘প্রমিস ডে’; পারবেন কি মনের মানুষের প্রতিশ্রুতি পূরণ করতে?
মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনটিতে আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন। মনের মানুষের সাথে ভাল পারফর্ম করবেন। মানসিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে। আপনি প্রেমের বিষয়গুলি ভালভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। তবে মনের মানুষকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সমস্যা বাড়তে পারে। প্রমিস রাখতে গিয়ে প্রেম এবং নব দাম্পত্যে আকর্ষনীয় কিছু ঘটতে পারে। প্রেম যোগ সার্বিকভাবে শুভ।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): দিনটিতে প্রেম যোগ শুভ। মনের মানুষের প্রতিশ্রুতি পূরণ করবেন। অপরিকল্পিত ব্যয়ের সম্ভাবনা আছে। তবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বদহজমের সমস্যায় ভুগতে পারেন। যার কারণে ক্লান্ত বোধ করতে পারেন। তবে এখনই আপনার প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। ধৈর্য ধরুন এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। তবেই আপনার মনের মানুষ, আপনার ইচ্ছায় সাড়া দেবে।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): দিনটিতে আপনি প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স দেখাবেন। প্রেমিকার প্রতিশ্রুতি রাখওতে সক্ষম হবেন। প্রেমিকাও আপনার প্রমিস রাখবে। এক অপরের প্রতি আস্থা বাড়বে। সব ক্ষেত্রেই ভালো দেবে। বিবেকবোধে সংযোগ বাড়বে। জীবনকে অনেক সফল মনে হবে। দিনটি উপভোগ করবেন। যে কারণে কর্মক্ষেত্রে মানসিক চাপ কমেবে।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : দিনটিতে আপনার কর্মক্ষেত্রে খুব একটা মন বসবে না। মনের মানুষের প্রতিশ্রুতি পালনে নিরন্তর চেষ্টা চালাবেন। তবে কিছু অবাঞ্চিত ঘটনা ঘটতে পারে। যার কারণে চিত্ত কিছুটা চঞ্চল থাকতে পারে। চেষ্টা চালিয়ে যান প্রেমে যোগে সফলতা আসবে। আপনি সম্পূর্ণ মনোযোগ দিলে তার ফল পাবেন। তবে প্রেম বিষয়ে সহকর্মীদের সমর্থন নাও পেতে পারেন। তবে আপনাকে আবেগজনিত কল্পনা থেকে বাস্তবের মাটিতে থাকতে হবে। তবেই সাফল্য পাবেন।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : আপনাকে আরও সতর্ক থাকতে হবে। প্রেমযোগে গোপন শত্রু লক্ষ্য রাখছে। মনের মানুষের সাথে আপনার চীড় ধরাতে পারে। এ বিষয়ে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অপচয় বন্ধ করুন। মনের মানুষের অনৈতিক চাহিদা মেটাতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। চলমান পরিস্থিতিতে আপনার প্রেম সম্পর্কের মধ্যে অযাচিত আগন্তুক রয়েছে। যারা দ্বারা চালিত হচ্ছে আপনার মনের মানুষ। বন্ধুত্ব নির্বাচন করুন ভেবেচিন্তে।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : আজ আপনি মনের মানুষের প্রমিস রাখতে পারবেন। তাত্ক্ষণিক উপস্থিত বুদ্ধি পুনর্মিলনের বয়ে আনবে। তবে আপনি মনের মানুষের থেকে যা আশা করছেন এখনই পাবেন না। ফলে সে আপনার মন বুঝতে পারে না। অথচ আপনার প্রচেষ্টার তার প্রতি কোনো খামতি থাকবে না। মানসিক সমস্যা দূর হবে যদি আপনি নিজের প্রতি গোপনীয়তা বজায় রাখেন। অর্থাৎ মন উজার করে এখন সব মনের মানুষকে বলতে যাবেন না।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটি আপনা প্রেমযোগ শুভ। একে অপরের প্রেম প্রতিশ্রুতি ভবিষ্যৎ অগ্রগতিকেও নিশ্চিত করবে। নিশ্চিতভাবেই প্রত্যাশা পূরণ হবে। নক্ষত্ররা শুভ ইঙ্গিত দিচ্ছে যে কারণে দুজনের পরিবারের থেকে শুভ কিছু পাবেন। উপকৃত হতে পারেন। যৌথ সহযোগীতায় সাফল্য পাবেন। বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : দিনটিতে আপনি প্রেমক্ষেত্রে পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। মনের মানুষের মন পেতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় রাখার উপর জোর দিন। অর্থাৎ দিনটিতে আপনার প্রেমযোগ যথাযত নয়। মোটের উপর শুভ। প্রেমে বন্ধুদের সাহায্য কাজে আসবে। যাত্রা পথ শুভ।
ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): মানসিক অস্থিরতা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। ছোটো বিষয়কে বড় করে দেখানোর প্রবণতা পরিত্যাগ করুন। আর্থিক ক্ষয়ক্ষতিরও সম্মুখীন হতে পারেন এবং সামান্য অসুস্থ হয়ে পড়তে পারেন। বুঝেশুঝে তবেই প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নিন।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): আজ আপনি প্রেমর উপর কর্তৃত্ব বজায় রাখবেন। প্রতিশ্রুতি রাখতে আপনি কিছু মূল্যবান জিনিষ কিনতে পারেন। যার কারণে মাত্রাতিরিক্ত খরচও আছে। আপনার মধ্যে প্রেমভীতি কাজ করে। আপনির ভাবেন প্রেম হাতছাড়া হতে পারে। যা আদৌ নয়। ফলে নেতিবাচক চিন্তাভাবনা ঝেড়ে ফেলুন। আপনিও মনের মানুষের থেকে কোনও উপহার প্রাপ্তি হতে পারে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আপনি প্রেম সিদ্ধান্তে ভুগছেন। বারেবারে লক্ষ্য ভ্রষ্ট হচ্ছেন। তবে প্রেমের ক্ষেত্রে যুক্তি চলে না। কিন্তু আপনি নিজেই জানেন না যে, অজান্তেই আপনি মনের মানুষের প্রতি দুর্বল হয়ে পড়েছেন। এ বিষয়ে সুসংগঠিত হোন। সহকর্মী, বন্ধুবান্ধব অথবা পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনাও করতে পারেন। তবে আপনি চাপা মনের। তাই আপনাকে অনেকে বুঝতে পারে না। যেই ভুলটা আপনার মনের মানুষ করে থাকে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): প্রেমের প্রতিশ্রুতিতে হটকারি সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলতে পারেন। সহজ সরলভাবে ভাবুন। তবেই বুঝবেন, প্রেম কোনও প্রতিযোগিতা নয়। মনের মানুষের কাছে নিজস্বতা বজায় রাখুন। তবেই সেরাটা দিতে পারবেন। ভ্রমণের সম্ভাবনা আছে।