কেমন যাবে ডিসেম্বরের প্রথম মঙ্গলবার

  • জ্যোতিষী রুবাই, হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): ব্যবসায় উন্নতি হওয়ার যোগ আছে। সম্প্রতি যে পরিস্থিতি তাতে রাজনীতিতে আপনার মনোযোগ বাড়বে। চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্যের সুবিধা পাবেন। সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব বাড়বে। সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে মনোরম পরিবেশ নাও থাকতে পারে। পাওনা আদায়ের ব্যাপারে বাধার সামনে পড়তে হতে পারে। পরিবারের বিষয়ে সতর্ক থাকুন। জীবিকা যোগে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে।

বৃষ / টরাস (এপ্রিল ২১ – মে ২১): রাজনীতির কোনও গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হতে পারেন। ভ্রমণ যোগ রয়েছে তবে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় পরিশ্রম বাড়বে। আর্থিক চাপ মাথা নষ্ট করতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে নাও থাকতে পারে। বাইরের কোনও সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাধতে পারে। জীবিকার ক্ষেত্রে পরিচিতির সহযোগিতা পাবেন।

বিজ্ঞাপন

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): সন্তানদের বিষয়ে মানসিক চাপ থাকতে পারে। শিক্ষর্থীরা পড়াশোনায় কম আগ্রহী বোধ করবে। কোনো ভালো খবর পেতে পারেন। চাকরিতে বন্ধু যোগ আছে। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। তবে আর্থিক ক্ষতির যোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে কোনও ভুল থেকে ক্ষতি হতে পারে।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): দিনটিতে বিবাদে পড়তে পারেন। আচরণে সংযমের হলে আপনার জন্য মঙ্গল হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও ফলাফল পাবেন না। ব্যবসায় লাভ ও উন্নতির সম্ভাবনা রয়েছে। দিনটিতে ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। কোনও আত্মীয়ের কাছে অর্থ সাহয্য চাইতে হতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাধতে পারে।

বিজ্ঞাপন

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): দূরদেশ থেকে ভালো খবর আসতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হতে পারে। শিক্ষর্থীরা প্রতিযোগিতামূলক বিষয়ে সাফল্য পাবেন। পরিবারে উদ্ভূত মতভেদ আজ কমবে। প্রেম সম্পর্কের উন্নতি হবে। আর্থিক চাপ বহন করতে হতে পারে। জীবিকার ক্ষেত্রে দিনটি খুব একটা কষ্টদায়ক হবে না।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটিতে আবেগ নিয়ন্ত্রণ রাখুন। আজ খুব আবেগপ্রবণ হয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাহিদা নিয়ন্ত্রণ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে। অর্থভাগ্য খুব ভাল নাও যেতে পারে। ধার শোধ করায় সমস্যা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে অশান্তি হতে পারে। পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটিতে ভালো খবর পেতে পারেন। বন্ধু ও পরিবারের সমর্থন পাবেন। পুরনো কোনও বিবাদ থেকে মুক্তি পেতে পারেন। ব্যবসায়ে দক্ষ ব্যক্তির দ্বারা বিশেষ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হবে। কর্মক্ষেত্রে উন্নতিতে সফল হবেন। নিজের প্রতি আরও আস্থা রাখুন। পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত, অর্থভাগ্য ভাল থাকবে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): কর্মক্ষেত্রে হঠাৎ কোনও বড় সমস্যা দেখা দিতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে কোনও সুখকর ঘটনা ঘটতে পারে। ফাটকা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে বিবাদের আশঙ্কা রয়েছে। জীবিকায় কষ্টভোগও রয়েছে।

ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): চাকরিতে ঊর্ধ্বতন কর্তার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। সিনিয়র ব্যক্তির কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। নতুন সহকর্মী তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে সমস্যা রয়েছে। পড়শের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। মানসিক চাপ বাড়তে পারে। পেশাগত সমস্যার সামনে পড়তে হতে পারে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): কাজ নষ্ট হয়ে যেতে পারে। বৈদেশিক পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারেন। চাকরিতে উচ্চপদস্থ কর্তার কারণে বিবাদ হতে পারে। আর্থিক বিষয়ে কোনও সুযোগ হাতছাড়া হতে পারে। পারিবারিক ক্ষেত্র খুব একটা ভাল মনে হচ্ছে না। পেশাগত বিষয়ে মানসিক চাপ বাড়বে।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। কর্মক্ষেত্রে কোনও অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। পারিবারিক সমস্যা। সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে। আর্থিক বিষয়ে কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারেন। কোনও বিষয়ে জটিলতার কারণে চাপ বাড়তে পারে। পেশাগত বিষয়ে সুযোগ আসতে পারে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে। চাকরিতে গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হতে পারেন। ব্যবসায় লাভ ও অগ্রগতির সুযোগ থাকবে। পরিশ্রমের ফল পাবেন। তবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। আর্থিক বিষয়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। পেশাগত বিষয়ে মোটের ওপর শুভ।