কেমন যাবে ডিসেম্বরের প্রথম সোমবার

  • জ্যোতিষী রুবাই, হরস্কোপ ও বাস্তু স্পেশালিস্ট
  • |
  • Font increase
  • Font Decrease

কেমন যাবে ডিসেম্বরের প্রথম সোমবার

কেমন যাবে ডিসেম্বরের প্রথম সোমবার

মেষ / এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : ইতিবাচক পরিবর্তনগুলিকে গ্রহণ করতে পারেন। মন অ্যাডভেঞ্চার কার্যক্রমকে উৎসাহিত করবে। সামাজিক সচেতনতার বোধ দেখা দেবে। কর্মস্থল বা পরিবারে একটি স্মরণীয় সময় কাটাবেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে স্বচ্ছতা আসতে পারে। আশানুরূপ ফল পাবেন। তবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে। উৎসাহ ও পরিশ্রমের সঙ্গে কাজ সম্পন্ন হবে।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : দিনটি আত্মবিশ্বাসে ভর করে এগোতে পারবেন। তবে কথাবার্তার সময় সতর্ক থাকতে হবে। মন আর মৌখিক বাক্য গঠনে ফারাক থাকতে পারে। কর্মস্থলে বা পরিবারে প্রতিশ্রুতি রক্ষা করবেন। সামাজিক মাধ্যম আজ খুব বেশি প্রভাবিত করবে। গুরুত্বপূর্ণ কাজকর্মে হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলতে পারেন। আয়ের পথে বাধা থাকবে। তবে জীবনধারা মোটের উপর চমৎকার থাকবে।

বিজ্ঞাপন

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : দিনের শুরুটা ভালো থাকেবে। কাজের গতিও থাকবে। কর্মক্ষেত্র আজ আপনাকে বাড়তি সক্রিয় রাখবে। তবে পারিপাশ্বির্ক বিষয় মনোনিবেশে ব্যঘাত ঘটানোর চেষ্টা করবে। নতুন কোনও কাজের ভাবনা আসতে পারে। ব্যবসায়িক চিন্তা জেঁকে বসতে পারে। অর্থভাগ্য খুব ভালো যাবে না। প্রেম সম্পর্কে কেউ নাক গলাতে পারে। প্রতিপক্ষ পেশাগত ক্ষতি করতে পারে।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : কর্মক্ষেত্রে বাড়তি সতর্কতা বজায় রাখুন। আপনি রাশভারী হলেও নরম মনের। ফলে অনেকে সুযোগ নিতে পারে। তবে কাজের বোঝাপড়া এবং অভিজ্ঞতার ভিত্তিতে আপনি কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত অবস্থান বজায় রাখতে পারবেন। পেশাদারদের দৃষ্টিভঙ্গি দুর্দান্ত থাকবে। দেশের রাজনৈতিক বিষয়ে মন চঞ্চল করবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। আর্থিক চাপ বাড়তে পারে। সহকর্মী বা আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে।

বিজ্ঞাপন

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : পারিপার্শ্বিক পরিস্থিতি অনুকূল করতে এবং কর্মস্থলের পরিবেশে যথাযথ পরিবর্তন আনতে সফল হবেন। পুরনো অভিজ্ঞতা আজ আপনাকে উপকৃত করবে। আপনার পেশাদারিত্ব এবং মনোভাবের উন্নতি হবে। তবে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগও কপালে রয়েছে। আপনি একটি বড় লক্ষ্য নিয়ে এগোতে চান। কিন্তু এখনই তা সম্ভব নয়। আর্থিক ক্ষেত্রে মোটের উপর শুভ।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) দিনটিতে শিল্পকর্মে দক্ষতা বাড়বে। কর্মক্ষেত্রে একটি ভাল অবস্থান বজায় রাখবেন। অর্থনৈতিক ও বাণিজ্যিক সিদ্ধান্তে কার্যকর থাকবেন। মর্যাদার ক্ষেত্রে সাফল্য পাবেন। দায়িত্ব বৃদ্ধি হতে পারে। আয় বাড়ার সম্ভবনা যোগ আছে। তবে অর্থভাগ্য ওঠানামা থাকবে। পারিবারিক যোগ শুভ। কিন্তু প্রেমে বিবাদ হতে পারে। জীবিকার বিষয়ে চাপ থাকবে।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : ভাগ্যচক্রের প্রভাবে আজ আপনি মসৃণভাবে নাও এগাতে পারেন। কোনো বিষয়ে মাথাগরম করে বিবাদে জড়াতে পারেন। বড়দের পরামর্শ সাদরে গৃহীত হবে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। কর্তৃপক্ষের আনুগত্য বৃদ্ধি পাবে। কোনও ধর্মীয় মানসিকতা জেঁকে বসতে পারে। ইতিবাচকতার সাথে পরিবর্তনগুলি গ্রহণ করুন। অন্যদিনের তুলনায় অর্থভাগ্য মোটের উপর ভাল থাকবে। প্রেম সম্পর্ক জোড়া লাগতে পারে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : আবেগ ছেড়ে ধারণাগত স্তরে ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করুন। নেতিবাচক বার্তা এবং তথ্য আজ উপেক্ষা নাও করতে পারেন। নিজেকে খুববেশি চাপের মধ্যে রাখতে পারেন। মানুষের প্রতি সদয় ও বিনয়ী আচরণ নাও থাকতে পারে। আইন ও ন্যায়বিচার মেনে চলুন। অর্থভাগ্য ভালমন্দ মিশিয়ে থাকবে। পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে। পেশার ব্যাপারে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন।

ধনু/স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : আজ আপনি শুভাকাঙ্ক্ষী সহকর্মীদের সহায়তা পাবেন। ব্যবসায় নতুন কর্মজীবন প্রতিষ্ঠা করতে পারবেন। তবে আর্থিক ক্ষেত্রে তেমন ভাল থাকবে না। ব্যবসায় মহাজনের সঙ্গে বচসা বাধতে পারে। জীবিকা নিয়ে কষ্টভোগ কপালে রয়েছে। পারিবারিকক্ষেত্রেও বচসা বাধতে পারে। অস্থির সময় আপনাকে বিব্রত করবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আলাপ-আলোচনায় গতি আসবে। বৈদেশিক যোগাযোগ ব্যাঘাত ঘটতে পারে।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়ার চেষ্টায় সফল হতে পারেন। মানসিক চাপ ও উদ্বেগ আসতে পারে। কর্মক্ষেত্রে মনোনিবেশে ব্যঘাত ঘটতে পারে। পেশাগত বিষয়ে অধ্যবসায় ও ধারাবাহিকতা বজায় রাখুন। ব্যবসায়িক অবস্থা উন্নতির চেষ্টা মনকে অশান্ত করে তুলবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। প্রলোভনের কাছে নতিস্বীকার করে ফেলতে পারেন। আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : দিনটিতে আপনি নির্বিঘ্নে চলতে সক্ষম নাও হতে পারেন। পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার, একটু কষ্ট বাড়তে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মনোবল উঁচু থাকবে। আবেগের মাত্রা উচ্চ থাকায় বিঘ্ন ঘটতে পারে। ব্যবসায়ে নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। তবে অর্থভাগ্য খুব খারাপ, ধার করার যোগ রয়েছে। শুভাকাঙ্ক্ষীদের কথায় মনোযোগ দিন, তাতে প্রশস্তি পাবেন। পরিবারে কারও সঙ্গে তর্ক না করাই ভাল হবে। নতুন কোনও সম্পর্কে জড়াতে পারেন।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : ব্যবসায় অভিজ্ঞ ব্যক্তির সম্মুক্ষীণ হবেন, সঙ্গে কাজ করার অঙ্গীকার করতে পারেন। পরিকল্পনাগুলিকে দীর্ঘমেয়াদী এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন। মানসিক চাপ আপনাকে প্রভাবিত করতে পারে। দায়িত্বশীল এবং অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ কাজে লাগবে। অর্থভাগ্য শুভ। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পরিবারে সদ্ভাব বজায় থাকবে না। পেশাগত ক্ষেত্রে বেলা বাড়ার সাথে দুর্ভোগ বাড়তে পারে।