বৃহস্পতিবারের রাশিফল
মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটিতে নতুন কিছু শিখতে পারেন। কর্মক্ষেত্রে বেশ কিছু অপ্রীতিকর ঘটতে পারে। তাই সাবধান থাকুন। কোনো সহকর্মীর থেকে দুরত্ব তৈরি হতে পারে। তবে সকলের প্রতি খারাপ মতামত রাখবেন না। সম্পর্ক নষ্ট করার আগে ভাবুন। প্রেমে নতুন মোড় আসবে।
বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): দিনটিতে দয়ালু ভাব থাকবে।খুশির মুহূর্ত থাকবে। নির্দিষ্ট কিছু কাজে আজকে ব্যস্ত থাকবেন। অর্থনৈতিক শুভ লক্ষণ দেখা যাচ্ছে। নিজের নির্দিষ্ট কিছু পরিকল্পনা থাকলে করে ফেলুন। বিতর্কে যাবেন না। আজ আপনার জীবনে অনেক কিছু থাকবে, প্রয়োজন বুঝেই এগোবেন।
মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২ – জুন ২১): কোনো মুরুব্বির থেকে মতামত নিন কাজে আসবে। আজকে ইতিবাচক ফল পাবেন। বিদেশের জমিতে এখনই বিনিয়োগ করতে যাবেন না। নতুন করে আজকে অনেক কিছু জানতে পারবেন। লাভ অর্জন করবেন। ব্যস্ত সড়কে সতর্ক থাকুন।
কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): দিনটিতে মানসিক চাপ থাকবে। স্বাস্থ্য ভালো না থাকতে পারে। আজ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আর্থিক লেনদেন চলবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাবে। প্রিয়জন প্রতিশ্রুতি চাইবে।
সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটিতে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মন থেকে ভাল থাকুন নয়তো মুশকিল পড়বেন। আজকে পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই বেশ কিছু ঘটবে। অর্থ নিয়ে সাবধান। বেশ কিছু বিষয়ে আপনি অবাক হবেন। পরিবারের দুশ্চিন্তা আসতে পারে। প্রেমে উপহার পাবেন।
কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): অন্তর থেকে প্রফুল্ল থাকবেন। তাড়াহুড়ো করে কিছু সিদ্ধান্ত নেবেন না। অতীতে যা ঘটেছে সেটি নিয়ে আলোচনার প্রয়োজন নেই। কষ্টে থাকবেন, তবে কাছের মানুষের সহযোগিতাও পাবেন। প্রেম ভাবপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রে ভাল কিছু করতে পারেন।
তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটিতে শারীরিক শক্তি নাও পেতে পারেন। নিজের মানসিক সম্ভাবনাকে বুঝতে শিখুন। আপনি অনেক কাজে ইচ্ছে হারাচ্ছেন। অর্থ ব্যয় থেকে সাবধান। পারিবারিক অনুষ্ঠান থাকবে। আত্মীয়দের থেকে অনেক সম্মান পাবেন। আজকে প্রেমে ভোগান্তি।
বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): মন স্নেহসুলভ থাকবে। নির্ভীকভাবে কাজ করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থাকবে। পরিবারের মানুষদের মধ্যে উপার্জনের নতুন সুযোগ আসবে। আকস্মিক সুখবর পাবেন। সময়ের চাহিদা থাকবে তবে নিজেকে কাজে রাখুন।
ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): ব্যস্ত সিডিউল থাকবে। প্রয়োজন অনুযায়ী অর্থ থাকবে। আর্থিক পরিকল্পনা করতে পারেন। অযাচিত কাউকে সত্য অনুভূতি ব্যখ্যা করতে পারেন। কর্মক্ষেত্রে উর্দ্বতনের সাথে কথা বলুন, নয়ত উন্নতি নেই। নিজের সময়ের গুরুত্ব বুঝুন।
মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): দিনটিতে ব্যক্তিত্ব রাখুন। কর্মক্ষেত্রে উর্ধ্বতনের মন জয় করতে পারবেন। সহকর্মীদের সাথে ভালো সময় কাটবে। তবে এমন কিছু করবেন না যাতে আফসোস হয়। প্রেমঘটিত যোগাযোগ বিভ্রান্ত করবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): আজ আপনার দায়িত্ব বাড়বে। সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। তবে মনের ভালভাব রাখতে হবে। বাসার পরিবেশ উজ্জ্বল থাকবে। প্রেমে সমস্যা থাকবে। মেজাজ নিয়ন্ত্রনে রাখুন এবং মুখের ভাষা ভাল রাখুন।
মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): শরীর ভাল নাও থাকতে পারে। নির্দিষ্ট কিছু কাজে হতাশা দেখা দেবে। অর্থনৈতিক বিষয়ে ঝামেলা থাকবে। বাবা মায়ের চিন্তা দুর করুন। নতুন প্রকল্প শুরু করার আগে আত্মবিশ্বাস নাও থাকতে পারে। জীবনে প্রেম ভালবাসা থাকবে।